‘ধনধান্য’ উদ্বোধন করে কেন্দ্রকে তোপ মমতার, বাংলার মানুষকে বিশেষ বার্তা

‘ধনধান্য’ উদ্বোধন করে কেন্দ্রকে তোপ মমতার, বাংলার মানুষকে বিশেষ বার্তা

কলকাতা: বৃহস্পতিবার বিকেলে আলিপুরে অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি ‘ধনধান্য’ অডিটোরিয়াম উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রের বিরুদ্ধে ফের তোপ দেগেছেন তিনি। একই সঙ্গে বাংলার মানুষকে বিশেষ বার্তা দিয়েছেন তিনি। অনেকেই মনে করছেন, আসন্ন পঞ্চায়েত ভোটের আগে গ্রাম বাংলার মানুষের আরও কাছে পৌঁছতে এই প্রয়াস নিয়েছেন মমতা। 

আরও পড়ুন- প্রয়োজনে অভিষেককে জিজ্ঞাসাবাদ করবে ইডি-সিবিআই! নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

এদিন মমতা বলেন, কেন্দ্রের আর্থিক বঞ্চনা সত্ত্বেও রাজ্য সামাজিক প্রকল্পের কাজ চালিয়ে যাবে। তাঁর কথায়, তিনি দিল্লির কাছে ভিক্ষা চাইবেন না, চাইলে আঁচল ফেলে বাংলার মানুষের কাছে ভিক্ষা চাইবেন। আসলে মমতা এদিন ফের কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সরব হয়ে আশঙ্কা প্রকাশ করেছেন, ২০২৪ লোকসভা নির্বাচনের আগে কোনও বরাদ্দ অর্থ আসবে না। সেই প্রেক্ষিতেই এমন মন্তব্য করেন তিনি। একই সঙ্গে তাঁর বার্তা, তাঁর অ্যাডমিনিস্ট্রেশন খুব ভাল। তিনি কিছু ভাঙবেন না, কারোর চাকরিও খাবেন না। কিছু বদলাবেন না। মমতার স্পষ্ট কথা, তাঁর একটাই চাহিদা, মানুষ যেন তাঁকে কোনও ভাবে ভুল না বোঝেন। 

প্রসঙ্গত, আজ উদ্বোধন হওয়া এই ‘ধনধান্য’ অডিটোরিয়াম তৈরিতে খরচ হয়েছে ৪৪০ কোটি টাকা। এই ছ’তলা প্রেক্ষাগৃহে প্রায় সাড়ে ৬ হাজার মেট্রিক টন ইস্পাত ব্যবহার করা হয়েছে। আর এটি দেখতে পুরো শঙ্খের মতো। মুখ্যমন্ত্রী জানান, চার একর জমিতে হয়েছে এটা এবং আয়ারল্যান্ড থেকে আনা হয়েছে ৩০ হাজার আলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + 17 =