মুখ্যমন্ত্রী দুর্নীতিতে যুক্ত, জড়িত IPAC! নথি দেখিয়ে দাবি শুভেন্দুর

মুখ্যমন্ত্রী দুর্নীতিতে যুক্ত, জড়িত IPAC! নথি দেখিয়ে দাবি শুভেন্দুর

59bf1d2bacf54e76ac43737707749a93

কলকাতা: আইন বিরুদ্ধেভাবে ‘আইপ্যাক’কে ১২০ কোটি টাকার টেন্ডার পাইয়ে দেওয়া হয়েছে, এই দাবি তুলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একই সঙ্গে তিনি এও দাবি করেন যে, ওয়েবেল এবং ডব্লুটিএল দুর্নীতিতে সরাসরি যুক্ত মমতা বন্দ্যোপাধ্যায়। আজ এই ইস্যুতে সাংবাদিক বৈঠক করে আরও জোরাল অভিযোগ আনলেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি বেশ কিছু নথি প্রকাশ্যে এনেছেন তিনি। 

দুর্নীতি কাণ্ড নিয়ে বিগত কয়েক বছর ধরে অস্বস্তি বহাল রয়েছে তৃণমূল কংগ্রেস তথা রাজ্য সরকারের অন্দরে। এবার সেই অস্বস্তি আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। শুভেন্দুর এদিন স্পষ্ট দাবি, মুখ্যমন্ত্রীর দফতর বা মুখ্যমন্ত্রী নিজে যে দুর্নীতিতে যুক্ত তার সমস্ত নথি তাঁর কাছে রয়েছে। এই নথি কয়েকজন আইএএস আধিকারিক তাঁকে দিয়েছেন বলে জানান বিজেপি বিধায়ক। তাঁর সরাসরি অভিযোগ, ২০২২ সালে মুখ্যমন্ত্রীর গ্রিভান্স সেলের কল সেন্টার তৈরির জন্য তথ্য প্রযুক্তি দফতরকে নির্দেশ দিয়েছিল রাজ্য সরকার। তাদের নিয়ন্ত্রণাধীন সংস্থা ওয়েবেল এই টেন্ডার ডাকে। কিন্তু পরে ওয়েবেলকে টেন্ডার বাতিলের জন্য চাপ দেওয়া হয়। 

শুভেন্দুর বক্তব্য, এরপর ডব্লুটিএলকে টেন্ডার ডাকতে বলা হয়। ওয়েবেলের আপত্তি সত্ত্বেও এই সিদ্ধান্ত নেওয়া হয় এবং ডব্লুটিএল টেন্ডার ডেকে প্রক্রিয়ায় অংশগ্রহণের নতুন শর্ত আরোপ করে। ফলে ১৫২ কোটি টাকার টেন্ডারটি জেতে আইপ্যাকের ঘনিষ্ঠ একটি সংস্থা। এই দাবি করে শুভেন্দু বলেন, এটা একটি বিরাট আর্থিক প্রতারণার ঘটনা। এর সঙ্গে মুখ্যমন্ত্রীর দফতর যুক্ত মানে মুখ্যমন্ত্রী নিজে যুক্ত। এই প্রেক্ষিতে রাজ্যের কাছে তাঁর আবেদন, বিরোধী দলনেতা হিসেবে তিনি যে অভিযোগ করছেন তা প্রমাণ দিয়ে খণ্ডন করা হোক। তবে এই নিয়ে খোদ মুখ্যমন্ত্রী কাছেই জবাবদীহি চেয়েছেন তিনি। কোনও অন্য দফতরের আধিকারিকদের থেকে নয়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *