কলকাতা: অ্যাডিনোভাইরাস আতঙ্কে আপাতত ভুগছে গোটা বাংলা। বিভিন্ন জেলায় আক্রান্তের সংখ্যা বাড়ছে এবং শহরে ইতিমধ্যেই একাধিক শিশুর মৃত্যুও পর্যন্ত হয়েছে। যতদিন যাচ্ছে সেই সংখ্যাও বাড়ছে। তাই চিন্তিত সকলেই। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে, অ্যাডিনো নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে আজ তিনিই জানালেন অ্যাডিনোভাইরাস ঢুকে পড়েছে তাঁর পরিবারেও। সোমবার বিধানসভায় দাঁড়িয়ে মমতা বলেন, তাঁর পরিবারের একজন এই ভাইরাসে আক্রান্ত।
আরও পড়ুন- নির্বাচন কমিশনার নিয়োগে কমিটি গঠন সুপ্রিম কোর্টের, ভূমিকা থাকবে প্রধানমন্ত্রীরও
নবান্নে যেদিন মুখ্যমন্ত্রী অ্যাডিনোভাইরাস ইস্যুতে প্রশাসন ও স্বাস্থ্যকর্তাদের সঙ্গে বৈঠক করেন সেদিন তিনি জানিয়েছিলেন, অযথা আতঙ্ক সৃষ্টি হওয়ার কারণেই মানুষ শিশুদের সামান্য জ্বর, সর্দি হলেই হাসপাতালে নিয়ে যাচ্ছেন। জেলার একাধিক হাসপাতালও কিছু না দেখেই রোগীদের রেফার করে দিচ্ছে। যার ফলে শহরের সরকারি হাসপাতালে চাপ বাড়ছে। কিন্তু আজ নিজেই জানান যে তাঁর পরিবারের একজন এই ভাইরাসে আক্রান্ত। কিন্তু সেই ব্যক্তি কে, সেই বিষয়ে কোনও উল্লেখ করেননি তিনি। কিন্তু এটা জানিয়েছেন যে তিনিও গোটা বিষয় নিয়ে উদ্বিগ্ন। পাশাপাশি আতঙ্কিত না হওয়ার পরামর্শ আবারও এদিন দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
” style=”border: 0px; overflow: hidden”” title=”অ্যাডিনো ভাইরাস থেকে কত সুরক্ষিত বড়রা? How safe are adults from adenovirus?” width=”835″>
সোমবার এই ইস্যুতে মুখ্যমন্ত্রী বলেন, জ্বর হলে সঙ্গে সঙ্গে ডাক্তার দেখাতে হবে কিন্তু কেউ যেন আগে থেকে আতঙ্কিত না হয়ে পড়ে। এছাড়া কারও সর্দি-কাশি বা এই সংক্রান্ত অন্য রোগের উপসর্গ থাকলে মাস্ক পরে ঘোরার আবেদন জানিয়েছেন তিনি। আগেই মুখ্যমন্ত্রী এটা জানিয়েছেন, পরিস্থিতি মোকাবিলায় সরকার সব রকম ভাবে প্রস্তুত আছে। সকলকে অবগত করে বলেন, শিশুদের চিকিৎসায় ৫ হাজার শয্যা এবং ৬০০ শিশু চিকিৎসক প্রস্তুত রয়েছেন।