ওড়িশা থেকে মেদিনীপুরে মুখ্যমন্ত্রী, রোগীদের সঙ্গে দেখা করে দিলেন সান্ত্বনা

ওড়িশা থেকে মেদিনীপুরে মুখ্যমন্ত্রী, রোগীদের সঙ্গে দেখা করে দিলেন সান্ত্বনা

কলকাতা: শুক্রবারের দুর্ঘটনার পর আজ দ্বিতীয়বার ওড়িশায় গিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানের হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের কেমন চিকিৎসা চলছে সেইসব খতিয়ে দেখতেই তিনি গিয়েছিলেন বলে জানা গিয়েছে। কাজ সেরে ওড়িশা থেকে সোজা মেদিনীপুরে উপস্থিত হয়েছেন মমতা। মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনাগ্রস্ত অনেকেই ভর্তি আছেন। তাদেরই দেখতে গিয়েছিলেন তিনি। আহতদের দেখতে এসে জেলা প্রশাসনের প্রশংসা যেমন করেছেন মুখ্যমন্ত্রী তেমনই হাসপাতালের পরিকাঠামো বাড়ানোর ঘোষণা করেছেন। 

হাসপাতাল সূত্রে খবর, এখানে ভর্তি রয়েছেন বালেশ্বর দুর্ঘটনায় আহত ৪৬ জন। মুখ্যমন্ত্রী এসে রোগী এবং স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, আহতদের বেশিরভাগ মেদিনীপুরের হলেও বীরভূম এবং ঝাড়গ্রামের বাসিন্দারাও আছেন। অন্যদিকে কটকের হাসপাতালে বিহারের একাধিক মানুষ ভর্তি বলে জানিয়েছেন তিনি। মমতা জানিয়েছেন, রাজ্যের আহত যাত্রীদের সঙ্গে দেখা করে তাঁরা কেমন আছেন, কোথায় বাড়ি, সব জানতে চান তিনি, আশ্বাস দিয়েছেন তাদের পাশে থাকার।