কলকাতা: ‘হঠাৎ দেখা…’। বৃহস্পতিবার বিকেলে আচমকা রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করতে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্র মারফত জানা গিয়েছে, রাজভবনে দুজনের মধ্যে প্রায় আধঘণ্টার একটি বৈঠক হয়েছে। প্রাথমিকভাবে জানা যায়নি যে ঠিক কী বিষয়ে তারা বৈঠক করেছেন। তবে পরে বিধানসভায় ফিরে মুখ্যমন্ত্রী জানান যে তিনি হোলির শুভেচ্ছা জানাতেই রাজভবনে গিয়েছিলেন।
আরও পড়ুন- কুন্তল সহ তিনজনের জামিন খারিজ আবার, ১৪ দিনের হেফাজত
জানা গিয়েছে, এদিন বিকেল সাড়ে ৪টে নাগাদ মুখ্যমন্ত্রী রাজভবনে ফোন করে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করার সময় চান। তারপর বিধানসভা থেকে বেরিয়ে রাজভবনে পৌঁছে যান তিনি। প্রায় ৩০ মিনিট ধরে তাঁদের বৈঠক হয়েছেই বলে খবর। তবে ওয়াকিবহাল মহল এটা বিশ্বাস করতে নারাজ যে, শুধু হোলির শুভেচ্ছা জানাতেই এই বৈঠক করেছেন তারা। তাদের একাংশের মতে, রাজ্যপালের সচিব নন্দিনী চক্রবর্তীর অপসারণের পর সেই জায়গায় আরও তিনজনের নাম পাঠানো হয়েছিল রাজ্যের তরফে। তা নিয়েই হয়তো আলোচনা হয়েছে। তবে যতক্ষণ না পর্যন্ত রাজ্যপাল বা মুখ্যমন্ত্রী স্বয়ং এই নিয়ে কিছু বলছেন ততক্ষণ নিশ্চিতভাবে কিছুই বলা যাবে না।
” style=”border: 0px; overflow: hidden”” title=”ইডি-র মুখোমুখি বনি সেনগুপ্ত! Bonny Sengupta appears before ED in recruitment scam” width=”560″>
বিষয় হল, আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজ্যপাল সিভি আনন্দ বোসের এই সাক্ষাৎ নিয়ে রাজভবন কোনও প্রেস বিবৃতি দেয়নি। রাজ্যের আপাতত যা পরিস্থিতি তার মধ্যে শুধু হোলির শুভেচ্ছা জানাতেই কি দুজনের এই সাক্ষাৎ, তা নিয়ে গুঞ্জন শুরু হয়ে গিয়েছে। এখন দেখা যাক অন্য কোনও বিষয় পরে উঠে আসে কিনা।