কলকাতা: নবান্ন সভাগৃহে ইন্ডাস্ট্রিয়াল প্রোমোশনের বৈঠক ছিল বুধবার। সেই বৈঠক থেকেই অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেবকে বড় প্রস্তাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার প্রস্তাব দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী এদিন বলেন, রাজ্যের পর্যটন দফতরের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হবেন দেব। আজকের এই বৈঠকে উপস্থিত ছিলেন দেব নিজে। সরাসরি এই প্রস্তাব পেয়ে কিছুটা হকচকিয়ে যান তিনি।
আরও পড়ুন- হাইকোর্ট স্বস্তি দিল আইনজীবীকে সঞ্জয় বসুকে, অনুমতি ছাড়া কিছুই পারবে না ইডি
এদিন এই বৈঠকের একদম প্রায় শেষলগ্নে চমকটি আসে। দেবের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী প্রশ্ন করেন যে তাঁর কিছু বলার আছে কিনা। দেব জানান তেমন কিছুই বলার নেই। ঠিক তার পরেই মমতা বলেন, ”বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে একটু কাজ করো না বাবা।” এই কথা শুনে চমকে ওঠেন দেব। তারপর মুখ্যমন্ত্রী বলেন, ”এই তোমরা টুরিজম ডিপার্টমেন্ট থেকে দেবকে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর করো তো।” এই নির্দেশ দেওয়ার পর মুখ্যমন্ত্রী এটাও জানান, ”শাহরুখ আছে, কিন্তু সে খুব ব্যস্ত মানুষ, ঠিকমতো সময় পায় না বেচারা। আর ও একটা ভিডিও করেও দিয়েছিল।”
” style=”border: 0px; overflow: hidden”” title=”রেলের টিসি, টিটিই-র ফারাক কী? Difference between TTE and TC in Indian Railways” width=”560″>
এমনিতেই সকলেই জানেন যে বলিউডের কিং খান শাহরুখের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক কেমন। ছোট ভাইয়ের মতো তাঁকে ভালোবাসেন মুখ্যমন্ত্রী। এমনকি তাঁর অনুরোধেই প্রায় প্রতি বছর কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে আসেন বলিউড বাদশা। তিনিই পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসাডর। কিন্তু এবার তাঁর ব্যস্ততার কারণে দেবকে বাংলার পর্যটন অ্যাম্বাসাডর করতে চাইছেন মুখ্যমন্ত্রী।
