আগামী সপ্তাহে দু’দিনের ধর্নায় মুখ্যমন্ত্রী! এমন কী হল

আগামী সপ্তাহে দু’দিনের ধর্নায় মুখ্যমন্ত্রী! এমন কী হল

কলকাতা: কেন্দ্রের সরকারের বঞ্চনা নিয়ে বহু দিন ধরেই সরব তিনি। এবার সেই ইস্যুতে বড় সিদ্ধান্ত নিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, এ বার ধর্নায় বসতে চলেছেন তিনি। আগামী ২৯ এবং ৩০ মার্চ আম্বেডকর মূর্তির সামনে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্না দেবেন। মুখ্যমন্ত্রী নিযে জানিয়েছেন, ২৯ তারিখ বেলা ১২টায় ধর্নায় বসবেন তিনি আবার পরের দিন ৩০ তারিখ সন্ধ্যাবেলা শেষ করবেন। তারপর ব্লকে ব্লকে কর্মসূচি হবে বলেও জানান।

আরও পড়ুন- ন্যূনতম আবেদন ফর্ম না ভরেও পুরসভায় চাকরি, নেপথ্যে অয়ন! বিস্ফোরক দাবি

একাধিক প্রকল্পের ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ দিনের অভিযোগ যে, কেন্দ্রীয় সরকার বাংলাকে প্রাপ্য টাকা দেয় না। তিনি এদিনও জানিয়েছেন, এবারেও বাংলাকে এক টাকা দেওয়া হয়নি। একমাত্র রাজ্য বাংলা যাকে কিছুই দেওয়া হয়নি। তাঁর দাবি, ১০০ দিনের কাজের বকেয়া টাকা-সহ একাধিক ক্ষেত্রে কেন্দ্র বঞ্চনা করেছে। অভিযোগ, ৫৫ লক্ষ বাড়ির টাকা বকেয়া আছে। রাস্তার টাকা এখনও পর্যন্ত ছাড়েনি। এদিকে ১১ লক্ষ বাড়ি রাজ্য সরকার করেছে, ১২ টি নতুন রাস্তাও করা হচ্ছে। বিভিন্ন প্রকল্প খাতে রাজ্য ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকা পায়, কিন্তু প্রধানমন্ত্রীর কাছে দরবার করেও কিছু হয়নি।