কয়লাকাণ্ডে CBI এবং রাজ্য সরকারকে চূড়ান্ত সময়সীমা বেঁধে দিল হাইকোর্ট

কয়লাকাণ্ডে CBI এবং রাজ্য সরকারকে চূড়ান্ত সময়সীমা বেঁধে দিল হাইকোর্ট

high-court-ssc-case-hearing-commission-faces-question

কলকাতা: আগামী বুধবারের মধ্যে শেষ করতে হবে বিনয় মিশ্রের মামলা৷ নির্দেশ কলকাতা হাইকোর্টের। দীর্ঘ শুনানির জেরে অন্য মামলায় ক্ষতি হচ্ছে৷  তাই আর এই মামলায় সময় দিতে চান না বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।  

আরও পড়ুন- বিজেপি রাজ্য থেকে বেশি মন্ত্রী! হিসেব করে দেখালেন ডেরেক

এদিন  বর্ষীয়ান আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি বলেন, রাজ্যের বিভিন্ন প্রান্তে সিবিআই-এর অবাধ প্রবেশের এক্তিয়ার নেই৷ সেখানে সিবিআই কী ভাবে তদন্ত করবে? তাছাড়া সিবিআই আইনে প্রাথমিক তদন্তের তিন মাসের মধ্যে এফআইআর করতে হয়। সেখানে দু’বছর পর এফআইআর করছে সিবিআই।  সেই সঙ্গে পশ্চিমবঙ্গের সঙ্গে আন্তর্জাতিক সীমানার উল্লেখ এনে যেভাবে অভিযুক্তদের জেরা করতে চাইছে  তা সম্পূর্ণ বেআইনি বলেও উল্লেখ করা হয়৷ কারণ ভারতের একাধিক রাজ্যে আন্তর্জাতিক সীমানা আছে৷ কিন্তু সিবিআই শুধু এরাজ্যের সীমানাকেই উল্লেখ করে মামলার মোর ঘোরাতে চাইছে। আইনজীবী সিঙ্ঘভির দাবি ভিডিও কনফারেন্স চেয়ে তাঁর মক্কেল আদালতের দারস্থ হয়েছেন। তারও প্রয়োজন নেই যদি তাঁকে দেশে ফেরার পর গ্রেফতার করা হবে না, এই প্রতিশ্রুতি দেওয়া হয়। আগামী বুধবার বিনয়ের আইনজীবীরা তাঁদের বক্তব্য লিখিত ভাবে জমা দেবেন। শুধু সিবিআই শেষবারের মতো বক্তব্য রাখবে। এর পরেই হবে রায় ঘোষণা।

আরও পড়ুন- দেহরক্ষী খুনের মামলায় কাঁথি থানায় FIR, জেরার মুখে শুভেন্দু

প্রসঙ্গত, বর্তমানে বিনয়  প্রশাম্ত মহাসাগরের এক দ্বীপরাষ্ট্র ভানুয়াতুতে রয়েছেন বলে সিবিআই সূত্রে খবর৷ তাঁর বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারির আবেদনও জানানো হয়েছিল ইন্টারপোলের কাছে৷ যদিও তা কার্যকর হয়নি৷ এদিনকে বিনয় মিশ্রের আইনজীবী আদালতে জানিয়েছে, তাঁর মক্কেল দেশে ফিরতে প্রস্তুত৷ তবে সিবিআইকে আদালতে প্রতিশ্রুতি দিতে হবে, দেশে ফেরার পর তাঁকে গ্রেফতার করবেন না তদন্তকারী অফিসাররা৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + 5 =