BREAKING: ভবানীপুরে উপনির্বাচন নিয়ে জনস্বার্থ মামালার গ্রহণযোগ্যতা কী? আদালতে প্রশ্ন কমিশনের

BREAKING: ভবানীপুরে উপনির্বাচন নিয়ে জনস্বার্থ মামালার গ্রহণযোগ্যতা কী? আদালতে প্রশ্ন কমিশনের

কলকাতা:  ভবানীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন নিয়ে  দায়ের হওয়া জনস্বার্থ  মামলার  গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলল কেন্দ্রীয় নির্বাচন কমিশন।  আগামী ২০ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। নির্দেশ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের ডিভিশন বেঞ্চের। 

আরও পড়ুন- নির্বাচন-উপনির্বাচন সংক্রান্ত মামলায় এখনই হস্তক্ষেপ নয়, নির্দেশ হাইকোর্টের

রাজ্যের বেশ কয়েকটি বিধানসভা আসন এখনও ফাঁকা। সেখানেও উপনির্বাচনের প্রয়োজন রয়েছে। তবে সেই আসনগুলিতে ভোটের দিন এখনও ঘোষণা করা হয়নি। তবে  ‘সাংবিধানিক সংকট’ এড়াতে ভবানীপুরে উপনির্বাচনের দিন ঘোষণা করেছে কমিশন। যা নিয়ে আপত্তি তোলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। কেন শুধুমাত্র ভবানীপুরে ভোট হবে? প্রশ্ন তোলেন তিনি৷ উপনির্বাচন প্রসঙ্গে তার মত, ‘‘একজন ব্যক্তি যদি নির্বাচনে না লড়লে সাংবিধানিক সংকট তৈরি হবে? এই বুদ্ধি কে দিল?  মুখ্যসচিব বললেন, আর নির্বাচন কমিশন সে কথা মেনে নিল!’’ তিনি আরও জানান, তাঁর এক জুনিয়র আইনজীবী মামলা করেছেন। ওই মামলায় তিনি সওয়াল করবেন। 

আরও পড়ুন- সমাজ বিরোধীরা কাদের আশ্রয়ে রয়েছে? জানিয়ে দিলেন দিলীপ

উল্লেখ্য, শুধুমাত্র ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা করায় প্রশ্ন তুলেছিল বিজেপি’ও৷ আইনি পথে হাঁটার ইঙ্গিতও দিয়েছিল বেরুয়া নেতৃত্ব৷ তবে তারা অবশ্য ভবানীপুরে প্রার্থী দিয়েছে এবং ভোটেও লড়ছে৷ এদিকে, ভোটের নির্ঘণ্ট প্রকাশিত হওয়ার পরে কেন জনস্বার্থ মামলা? এই মামলার গ্রহণযোগ্যতা কী? তা নিয়ে প্রশ্ন তোলে নির্বাচন কমিশন৷ 

এদিকে, নদিয়ার শান্তিপুর, কোচবিহারের দিনহাটা, উত্তর ২৪ পরগনার খড়দহ ও দক্ষিণ ২৪ পরগনার গোসাবাতেও উপনির্বাচন প্রয়োজন৷ এই চারটি কেন্দ্রে ভোটের দিন এখনও ঘোষণা করেনি নির্বাচন কমিশন।  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 2 =