নন্দীগ্রামে পুনর্গণনার আবেদন খারিজ কমিশনের!

নন্দীগ্রামে পুনর্গণনার আবেদন খারিজ কমিশনের!

কলকাতা: নির্বাচন কমিশন পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের পুনর্গণনার আবেদন খারিজ করে দিয়েছে৷ সেখানে ইভিএম বা ভোট গণনার ক্ষেত্রে কোনও কারচুপি করা হয়নি বলে কমিশনের তরফে জানানো হয়েছে৷

এই বিধানসভা কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৬৭৩ ভোট৷ অন্যদিকে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় ১ লক্ষ ৭ হাজার ৯৩৭টি ভোট পেয়েছেন বলে কমিশন জানিয়েছে৷ এর পরেই  তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গতকাল তৃণমূলের তরফে ইভিএমে কারচুপির অভিযোগ এনে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে পুনর্গণনার আর্জি জানানো হয়৷

বিপুল ভোটে বাংলা জয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়ে দিয়েছেন, ‘‘নন্দীগ্রামের যে ফলাফল হয়েছে আমি মেনে নেব, আগামী দিনে এই নিয়ে আদালতে আমি যাব৷’’ নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভয়ঙ্কর পক্ষপাততুষ্টের অভিযোগ তুলেছেন তিনি৷ দলীয় সূত্রে খবর, মমতা বন্দ্যোপাধ্যায় খড়দহ কেন্দ্র থেকে উপনির্বাচনে লড়াই করতে পারেন৷ কাজল সিনহা ওই কেন্দ্রে জয়ী হলেও তাঁর মৃত্যুতে আসনটি শূন্য হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − 13 =