সরকারের স্বীকৃতি পেতে চান? মমতাকে নিয়ে কবিতা লিখে ফেলুন

সরকারের স্বীকৃতি পেতে চান? মমতাকে নিয়ে কবিতা লিখে ফেলুন

কলকাতা: বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কবিতা লেখেন তা কে না জানে। ইতিমধ্যে বইমেলায় তাঁর লিখিত নানা বই প্রকাশিত হয়েছে। অনেক কবিতা ভাইরাল হয়েছে। মমতা তো অনেক বিষয় নিয়েই কবিতা লেখেন, তবে আপনি কি তাঁকে নিয়ে কোনও কবিতা লিখেছেন বা লিখতে চান? যদি উত্তর হ্যাঁ হয় তাহলে আসছে বড় সুযোগ। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কবিতা লিখলে মিলতে পারে রাজ্য সরকারের স্বীকৃতি। কী ভাবে, জেনে নিন।

আরও পড়ুন- কেমন আছেন অনুব্রত? খোঁজ নিতে SSKM-এ সিবিআই অফিসার

আসলে ফেসবুক পেজ ‘বাংলার গর্ব মমতা’ একটি প্রতিযোগিতার আয়োজন করেছে। সেখানে বলা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কবিতা লিখলে যে কেউ পেয়ে যেতে পারে সরকারি স্বীকৃতি। এই কবিতা লেখার প্রতিযোগিতায় যারা অংশ নেবেন তাদের মধ্যে যার কবিতা ভাল হবে তার কবিতাটি ‘বাংলার গর্ব মমতা’ পেজে তুলে ধরা হবে। এই পেজ থেকে একটি ভিডিও বার্তায় পুরো বিষয়টি স্পষ্ট করে দেওয়া হয়েছে। বার্তায় বলা হচ্ছে, ”দিদির শুভাকাঙ্ক্ষীদের জন্য একটি সুবর্ণ সুযোগ! লিখুন দিদিকে নিয়ে কবিতা। কবিতার শেষে ‘পোয়েট্রি ফর দিদি’ এই কথাগুলি লিখে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। সঙ্গে ‘বাংলার গর্ব মমতা’ পেজে ট্যাগ বা মেনশন করতে হবে। অথবা কবিতাটি সরাসরি বাংলার গর্ব মমতা পেজের মেসেজ বক্সে পাঠাতে বলা হয়েছে।

মনে করিয়ে দিতে হয়, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ভোট কুশলী প্রশান্ত কিশোর তৃণমূলের সঙ্গে কাজ শুরু করার পর যে কয়েকটি কর্মসূচি সামনে নিয়ে এসেছিলেন, তার একটি ছিল ‘বাংলার গর্ব মমতা’। ২০২০ সালের মার্চ মাসে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয় ‘বাংলার গর্ব মমতা’ কর্মসূচি। সেই সময় থেকেই ‘বাংলার গর্ব মমতা’ ফেসবুক পেজ ও টুইটার অ্যাকাউন্ট চালু করা হয়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 8 =