কলকাতা: নির্দিষ্ট একটি বেঞ্চের বিচার্য বিষয়ের বদলের আবেদন! সোমবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের দ্বারস্থ হলেন বার অ্যাসোসিয়েশনের সভাপতি অরুণাভ ঘোষ। অভিযোগ করা হয়েছে, নির্দিষ্ট একটি বেঞ্চে বিচার্য মামলার তালিকা মেনে বিচারের কাজ হচ্ছে না। একই সঙ্গে দাবি, অনেক মামলা প্রাধান্য পাচ্ছে না, শুধু কয়েকটি মামলাকে প্রাধান্য দেওয়া হচ্ছে। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব বিষয়টি ভেবে দেখার আশ্বাস দিয়েছেন। বিশেষজ্ঞদের মত, আইনজীবী অরুণাভ ঘোষ আদতে অভিযোগ এনেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধেই।
আরও পড়ুন- সম্পত্তি বৃদ্ধি মামলায় এবার তাঁর নাম! ‘মামলা আন্তর্জাতিক আদালতে হোক’, কটাক্ষ মমতার
আসলে প্রধান বিচারপতির এজলাসে নালিশ করেছেন কলকাতা হাইকোর্টের বারের প্রেসিডেন্ট অরুণাভ ঘোষ-সহ একাধিক আইনজীবী। দাবি করা হয়েছে, কয়েকটি মামলায় রায় দিয়ে একজন বিচারপতি দেখাচ্ছেন একমাত্র উনিই মানুষের পক্ষে, বাকি বিচারপতিরা মানুষের বিপক্ষে। সেই ক্ষেত্রে বিচারপতির বিচার্য বিষয় বদলেরও দাবি জানিয়েছেন আইনজীবীরা। একই সঙ্গে, সংশ্লিষ্ট বিচারপতির বেঞ্চে সংবাদমাধ্যমের প্রবেশ নিয়ন্ত্রণ করারও আবেদনও জানিয়েছেন আইনজীবীরা। বিষয়টি ভেবে দেখার আশ্বাস দিয়েছেন প্রধান বিচারপতি। তিনি বলেন, আদালতের গরিমা রক্ষার দায় আইনজীবী এবং বিচারপতি, উভয়েরই। বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
আরও পড়ুন- কয়েক হাজার কোটি! রাজনৈতিক দলগুলি পেয়ে আসছে ‘অজানা উৎস’ থেকে
সাম্প্রতিক সময়ে একাধিক নিদর্শন রয়েছে যেখানে এজলাসে সরাসরি মৌখিক সংঘাতে জড়িয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং আইনজীবী অরুণাভ ঘোষ। তাই অধিকাংশের মতেই নাম না করে প্রধান বিচারপতির কাছে ওই বিচারপতির বিরুদ্ধেই অভিযোগ এনেছেন তিনি। যদিও প্রকাশ্যে এই নিয়ে কোনও পক্ষই কথা বলেননি। এদিকে আদালত সূত্রে খবর, নালিশ করা ওই আইনজীবীদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। আর তাঁর প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হচ্ছে বাম, কংগ্রেস এবং বিজেপি।