কলকাতা: সাগরদিঘি উপনির্বাচনের আর এক সপ্তাহ বাকি। তার আগে এই ভোট নিয়ে উত্তেজনার শেষ নেই। সম্প্রতি প্রাক্তন যুব কংগ্রেস সভাপতির গ্রেফতারি নিয়ে তুমুল উত্তেজনা ছড়িয়েছে মুর্শিদাবাদের সাগরদিঘিতে। এবার পুলিশের অতি সক্রিয়তা নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল কংগ্রেস শিবির। তাঁদের মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা।
আরও পড়ুন- GST বাবদ পাওনা অর্থ মেটানো হবে! সুখবর দিলেন অর্থমন্ত্রী
গত শনিবার ভোরেই সাগরদিঘির যুব কংগ্রেসের প্রাক্তন সভাপতি সহিদুল রহমানকে আচমকা তাঁর বাড়ি থেকে তুলে নিয়ে যায় পুলিশ। কিন্তু তাঁকে আটক করা হয়েছে কীসের ভিত্তিতে, কোন অভিযোগে, তা পুলিশ জানাচ্ছে না বলেই দাবি ছিল। এখন জানা গিয়েছে, ১৫ বছর আগের একটি ঘটনায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। তাই পুলিশি অতিসক্রিয়তার অভিযোগে আদালতের দ্বারস্থ হয়েছে হাত শিবির। মামলাকারীর আইনজীবীর আবেদন, দ্রুত জামিন দেওয়া হোক সহিদুল রহমানকে। এই ঘটনার প্রতিবাদে আগেই থানা ঘেরাও করেছিল সাগরদিঘির বাম এবং কংগ্রেস সমর্থকরা।
” style=”border: 0px; overflow: hidden”” title=”ধারাবাহিক কর্মবিরতির ইঙ্গিত? সরকারি কর্মী – নবান্ন সংঘাত! Call for bigger protest over DA issue” width=”853″>
গোটা ইস্যুতে অভিযোগের আঙুল উঠেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকে। অভিযোগ, তৃণমূল নেতৃত্বের অঙ্গুলিহেলনেই এই কাজ করেছে পুলিশ। উপনির্বাচনের আগে বাম-কংগ্রেস কর্মীদের ভয় দেখাতেই পুলিশের এই পদক্ষেপ বলে দাবি। এবার এই মামলার শুনানিতে কংগ্রেস নেতার জামিন মেলে কিনা সেটাই দেখার। উল্লেখ্য, সাগরদিঘির উপনির্বাচনে তৃণমূল প্রার্থী হয়েছেন দেবাশিস বন্দ্যোপাধ্যায়। সাগরদিঘির প্রার্থী দেবাশিস বর্তমানে সাগরদিঘি ব্লক তৃণমূলের সভাপতি।