মুড়িগঙ্গা নদীর উপর তৈরি হবে ‘গঙ্গাসাগর সেতু’, ১২০০ কোটি বরাদ্দ বাজেটে

মুড়িগঙ্গা নদীর উপর তৈরি হবে ‘গঙ্গাসাগর সেতু’, ১২০০ কোটি বরাদ্দ বাজেটে

ganga sagar 

কলকাতা: ফি বছর গঙ্গাসাগর মেলায় ভিড় জমান লক্ষ লক্ষ মানুষ৷ তবে সেখানে পৌঁছতে ভরসা জলপথ৷ তবে গঙ্গার জোয়ার ভাটার জেরে অনেকসময় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয় পুণ্যার্থীদের৷ মুড়িগঙ্গা নদীর ওপর দীর্ঘদিন ধরেই সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন দক্ষিণ ২৪ পরগনার মানুষ। লোকসভা ভোটের আগে সেই দাবি মিটতে চলেছে৷ বাজেটে মুড়িগঙ্গা নদীর উপর ১২০০ কোটি টাকা ব্যয়ে ‘গঙ্গাসাগর সেতু’ তৈরি করার কথা ঘোষণা করল রাজ্য সরকার। রজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, আগামী তিন বছরের মধ্যে এই সেতু নির্মাণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + eleven =