কলকাতা: আরজি কর-কাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে বিরোধীরা৷ ওই অভিযানে অশান্তি পাকানোর চক্রান্ত করা হচ্ছে৷ সোমবার সকালে সাংবাদিক বৈঠকে দুটি ভিডিয়ো প্রকাশ করে এমনই দাবি করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ এবং রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য৷ যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আজবিকেল.কম৷
ওই ভিডিয়োতে আলো আঁধারি একটি ঘরে এক যুবককে বসে থাকতে দেখা যাচ্ছে৷ গায়ে গেরুয়া রঙের টি শার্ট। তিনি অপর এক ব্যক্তির সঙ্গে কথা বলছিলেন৷ সেখানে যে কথোপকথন শোনা যাচ্ছে তা এই রকম-
পর্দার যুবক: ২৭ তারিখের আন্দোলন আদৌ কি ন্তিপূর্ণ হবে? শান্তিপূর্ণ হবে না। গুলি চলবে, রাবার বুলেট চলবে।
নেপথ্য কণ্ঠস্বর: কিন্তু গুলি বা রাবার বুলেট কি ওরা চালাবে? ওরা কিন্তু একটা জিনিস বুঝে গিয়েছে..
পর্দার যুবক: এরা (আন্দোলনকারীরা) ওদের চালাতে বাধ্য করবে।
নেপথ্য কণ্ঠস্বর: মানে যাঁরা যাবেন ওখানে..
পর্দার যুবক: ভিতরে বড় রাজনীতির চক্র চলছে। এখান থেকে অন্য একটা মোড় ঘুরে গেলেও ঘুরে যেতে পারে। সবটাই আমাদের ধারণা৷ এখন কী হয় দেখা যাক। তবে লোক যাবে। ব্যাপক লোক হবে।
নেপথ্য কণ্ঠস্বর : পরিষ্কার কথা বলছি দাদা। আমি নিজে সংবাদমাধ্যমের ছেলে। সংবাদ করে আসা। বডি না পড়লে…
পর্দার যুবক: (মাথা নেড়ে বলছে) রাজনীতি হবে না।
নেপথ্য কণ্ঠস্বর: বডি যদি না পড়ে, দু ’ একটা লাশ যদি না পড়ে..তবে কী মনে হয় আন্দোলনের মোড় ঘুরতে পারে?
পর্দার যুবক: বডি যদি না পড়ে, তাহলে কোনও দিনও মোড় ঘুরবে না। আমার যা ধারণা বডি এ বার পড়বেই।
নেপথ্য কণ্ঠস্বর: ২৭ তারিখ?
পর্দার যুবক: হ্যাঁ ২৭ তারিখ।
নেপথ্য কণ্ঠস্বর: ওটা না হলে ঘোরার সুযোগ নেই?
পর্দার যুবক: না নেই।
এর পর আরও একটি ভিডিয়ো সামনে আনেন কুণাল৷ এই ভিডিয়োটি রেকর্ড করা হয়েছে একটি খোলা জায়গায়৷ পিছন দিক থেকে দিনের আলো এসে পড়ায় বক্তার মুখ এখানেও অস্পষ্ট। তবে তাঁকে বলচে শোনা যায়, ‘‘একটা দু’টো বডি যদি না পড়ে কিচ্ছু হবে না।’’