পুজোর মুখে ফের বাড়ল রান্নার গ্যাসের দাম, মধ্যবিত্তের হেঁশেলে আগুন

পুজোর মুখে ফের বাড়ল রান্নার গ্যাসের দাম, মধ্যবিত্তের হেঁশেলে আগুন

 

কলকাতা: পুজোর মুখে ফের বাড়ল রান্নার গ্যাসের দাম৷ এই নিয়ে গত দু’মাসে চারবার বাড়ল এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম৷ আজ ৬ সেপ্টেম্বর থেকে ভর্তুকিযুক্ত এবং ভর্তুকি বিহীন সিলিন্ডারের দাম এক ধাক্কায় বাড়ল ১৫ টাকা৷ ১ অক্টোবর বাণিজ্যিক গ্যাসের দাম বেড়েছিল ৪৩ টাকা ৫০ পয়সা৷

আরও পড়ুন- কয়লাকাণ্ডে পাতিয়ালা হাউস কোর্টের তলবকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টে রুজিরা

কলকাতায় বিনা ভর্তুকির ১৪.২ কেজি সিলিন্ডারে দাম ১৫ টাকা বেড়ে হল ৯২৬ টাকা৷ দিল্লিতে ভর্তুকিবিহীন এলপিজি’র দাম দাঁড়াল ৮৯৯ টাকা ৫০ পয়সা। দিল্লিতে ৫ কেজি সিলিন্ডারের দাম এখন ৫০২ টাকা৷ পয়লা সেপ্টেম্বর ১৪.২ কেজি সিলিন্ডারের দাম এক লাফে ২৫ টাকা বাড়ানো হয়েছিল৷ ২৫ টাকা বেড়েছিল বাণিজ্যিক রান্নার গ্যাসের দামও৷ 

চলতি বছরের শুরুরে রান্নার গ্যাসের দাম ছিল ৭২০ টাকা৷ গত বছর ডিসেম্বর থেকে এই ১০ মাসে গ্যাস সিলিন্ডারের দাম দফায় দফায় ৩০০ টাকা বাড়ানো হয়েছে৷ পয়লা অক্টোবর  ১৯ কেজির সিলিন্ডারের পাশাপাশি দাম বাড়ানো হয় ৫ কেজি ও ৪৭ কেজি সিলিন্ডারেরও৷ এবার থেকে ৫ কেজির এফটিএল সিলিন্ডারের নতুন সংযোগ নিতে বলে খরচ পড়বে ১৪৪৬.৫০ টাকা। সিলিন্ডার রিফিল করানোর জন্য খরচ হবে ৫০২ টাকা ৫০ পয়সা৷ অন্যদিকে, ৪৫ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ৪৫১০ টাকা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 2 =