হঠাৎ বাড়ল দৈনিক সংক্রমণ, রাজ্যের সুস্থতা আশা জাগাচ্ছে

হঠাৎ বাড়ল দৈনিক সংক্রমণ, রাজ্যের সুস্থতা আশা জাগাচ্ছে

কলকাতা: রাজ্যের কোভিড আক্রান্তের সংখ্যা আজও ১০০০-এর নিচে রয়েছে, তবে গতকালের তুলনায় আজ সংক্রমণ বৃদ্ধি পেয়েছে যা নিয়ে চিন্তা বাড়ছে প্রশাসনের। যদিও আপাতত দুই জেলা ছাড়া অন্যান্য জেলা নিয়ে চিন্তা নেই খুব একটা। তবে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা এখনই যে যাচ্ছে না তাও স্পষ্ট করে দেওয়া হচ্ছে বারবার। এদিকে আবার সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। তাই এখন আরও বেশি সচেতন থাকতে হবে রাজ্যবাসীকে।

আরও পড়ুন- জ্বর-শ্বাসকষ্টে আক্রান্ত শিশুরা, সমস্যা মোকাবিলায় গাইডলাইন প্রকাশ রাজ্য স্বাস্থ্য দফতরের

শেষ পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৬৮৩ জন। আক্রান্তদের মধ্যে ১১২ জন কলকাতার! সংক্রমণের নিরিখে আজ প্রথম স্থানেই এই শহর। এর পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে আক্রান্ত ১০৮ জন। এই দুই জেলাকে নিয়ে প্রথম থেকেই চিন্তা। এদিকে, তৃতীয় স্থানে হুগলী। একদিনে সেখানকার ৪৮ জন করোনা আক্রান্ত হয়েছে। চতুর্থ স্থানে দার্জিলিং। সেখানে একদিনে আক্রান্ত ৪৬ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৬৩ হাজার ৩৯৩ জন। সুস্থ হয়ে উঠেছেন ১৫ লক্ষ ৩৬ হাজার ৯৭৮ জন। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৬৮৭ জন। এদিকে, একদিনে রাজ্যে করোনা ভাইরাসের বলি হয়েছেন ১৩ জন। রাজ্যে মৃত্যু হয়েছে মোট ১৮ হাজার ৬৯১ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৮.৩১ শতাংশ।

আরও পড়ুন- বাবুল বেরোতেই ঢুকলেন প্রশান্ত! নবান্নে ‘সারপ্রাইজিং’ বৈঠক মমতার

আবার জানা গিয়েছে যে, এই বছর করোনার সঙ্গে ফ্লু ভাইরাস অর্থাৎ ইনফ্লুয়েঞ্জাও অন্যান্য বছরের থেকে বেশি বৃদ্ধি পাবে। এটিকেই বলা হচ্ছে, ‘টুইনডেমিক’, অর্থাৎ দুটি মহামারি একসঙ্গে। সেপ্টেম্বরের শেষের দিক থেকে শুরু হতে পারে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের দাপট। শীতকাল শেষ না হওয়া পর্যন্ত চলবে সেটি। তাৎপর্যপূর্ণ ব্যাপার ঠিক এই সময়েই করোনাভাইরাস তৃতীয় ঢেউ আছড়ে পড়ার কথা রয়েছে। সুতরাং আশঙ্কা যদি সত্যি হয় তাহলে এই একই সময়ে দুটি ভাইরাস দাপট দেখাবে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − six =