কলকাতা: উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, উত্তর ২৪ পরগনার বাগদা, নদিয়ার রানাঘাট দক্ষিণ এবং কলকাতার মানিকতলা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা আজ, অর্থাৎ শনিবার৷ সকাল থেকেই যা ট্রেন্ড তাকে চার কেন্দ্রেই এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস৷
দ্বিতীয় রাউন্ডের গণনা শেষে বাগদায় দু’হাজার ভোটে এগিয়ে তৃণমূল৷ বাকি তিন কেন্দ্রেও এগিয়ে ঘাসফুল শিবির৷ রায়গঞ্জ, বাগদা এবং রানাঘাট দক্ষিণ-এই তিন কেন্দ্রে উপনির্বাচন হয়েছে বিধায়কেরা দলবদল করায়। ২০২১ সালে এই তিন কেন্দ্রেই জিতেছিল বিজেপি৷ মানিকতলায় জয়ী হয়েছিল তৃণমূল। কিন্তু এই কেন্দ্রের বিধায়ক সাধন পাণ্ডের মৃত্যু হওয়ায় সেখানে উপনির্বাচন হয়৷