দম্পতির টিকাতে অনীহা, বাড়ির দরজায় তালা ঝোলালো এলাকাবাসী

দম্পতির টিকাতে অনীহা, বাড়ির দরজায় তালা ঝোলালো এলাকাবাসী

কোচবিহার: করোনা ভাইরাস ঠেকাতে টিকাই হচ্ছে ব্রহ্মাস্ত্র, এমনটাই দাবি করছেন বিশেষজ্ঞদের একাংশ। ইতিমধ্যেই দেশের বহু মানুষ টিকা নিয়ে নিয়েছেন এবং এখনও প্রচুর মানুষ নিচ্ছেন। তবুও সাধারণ মানুষের মধ্যে এখনও একটি অংশ রয়েছে যারা টিকা নিতে চাইছেন না। যে কোনও কারণেই হোক, টিকাতে তাদের অনীহা। সেই রকম এক দম্পতি কোচবিহারের এই শিক্ষক দম্পতি। স্বাস্থ্য কর্মীদের বার বার অনুরোধেও টিকা নেননি তারা। তাই ক্ষুব্ধ এলাকাবাসী তাদের বাড়ির দরজায় তালা ঝুলিয়ে দিয়েছিল।

মহিষকুচি এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসরাজা প্রাথমিক শিক্ষাকেন্দ্রের শিক্ষক সুবোধ ধর এবং তাঁর স্ত্রী চুমকি করোনার টিকা নিতে রাজি ছিলেন না। স্বাস্থ্য কর্মীরা বারংবার এসে বোঝানোর চেষ্টা করলেও তারা কিছুতেই রাজি হচ্ছিলেন না টিকা নিতে। এতেই ক্ষুব্ধ হয়ে যায় তাদের প্রতিবেশীরা, এলাকাবাসীরা। রেগে গিয়ে তাদের বাড়ির দরজায় তালা ঝুলিয়ে দেওয়া হয়! প্রায় চার ঘণ্টা এভাবেই তালাবন্দি অবস্থায় ছিলেন ওই দম্পতি। পরে অবশ্য টিকা নেবেন এই আশ্বাস দেওয়ায় ছাড়া পান তারা। যারা বাড়িতে তালা ঝুলিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটিয়েছেন তাদের বক্তব্য, দেশ জুড়ে যখন করোনা ভাইরাসের প্রকোপ বাড়ছে সেই সময় রাজ্য এবং কেন্দ্রীয় সরকার বারবার প্রত্যেককে টিকা নিতে অনুরোধ করছে। কিন্তু ওরা কিছুতেই রাজি হচ্ছিল না, এতে এলাকার সুরক্ষা বিঘ্নিত হচ্ছিল। তাই এমন কাজ করেছেন তারা।

এদিকে করোনা টিকা কেন নিচ্ছেন না তার ব্যাখ্যা দিয়েছিলেন ওই শিক্ষক। তার কথায়, টিকা না নিলেও করোনা হচ্ছে, আবার নিলেও করোনা হচ্ছে। তাই তিনি আলাদা করে টিকা নেওয়ার কোনও কারণ খুঁজে পাননি, তাই টিকা নিতে চাননি। তবে এই ঘটনার পর তিনি টিকা অবশেষে নিয়েছেন বলেই জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 14 =