বুকে ব্যথা, হাসপাতালে ভর্তি হতে চেয়ে আর্জি, SSKM-এ নিয়ে যাওয়ার নির্দেশ আদালতের

বুকে ব্যথা, হাসপাতালে ভর্তি হতে চেয়ে আর্জি, SSKM-এ নিয়ে যাওয়ার নির্দেশ আদালতের

কলকাতা:  শুক্রবার সকাল থেকে টানা ২৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে৷ শনিবার ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে তাঁকে ২ দিনের হেফাজতের নির্দেশ দেওয়া হয়৷ দীর্ঘ জিজ্ঞাসাবাদ পর্বে বার দুয়েক অসুস্থ বোধ করেছিলেন তিনি৷ আদালতে ফের অসুস্থ বোধ করেন শিল্পমন্ত্রী৷ বুকে ব্যথা হচ্ছে তাঁর৷ এদিন আদালতে তাঁর আইনজীবী বিষয়টি জানান৷ পার্থকে হাসপাতালে ভর্তি করার আবেদনও করেন তিনি। এর পরেই  এসএসকেএমে নিয়ে গিয়ে তাঁর শারীরিক পরীক্ষার নির্দেশ দেয় আদালত। সোমবার এসএসকেএম কর্তৃপক্ষকে তাঁর স্বাস্থ্য সম্পর্কিত রিপোর্ট জমা দিতে হবে আদালতে। যদিও পার্থকে এসএসকেএম-এ নিয়ে যাওয়ার প্রবল বিরোধিতা জানায় ইডি৷ তাদের দাবি, পার্থকে কোনও কেন্দ্রীয় হাসপাতালে ভর্তি করা হোক৷

আরও পড়ুন- অর্পিতার বাড়ি থেকে নোটভর্তি একের পর এক ট্রাঙ্ক ট্রাকে তুলে নিয়ে গেল রিজার্ভ ব্যাঙ্ক

শুক্রবার সকাল সাড়ে ৭টা থেকে শনিবার সকাল ১০টা পর্যন্ত লাগাতার ইডি আধিকারিকদের প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে শিক্ষক নিয়োগ মামলায় অভিযুক্ত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। সকাল ১০টা নাগাদ গ্রেফতার করে তাঁকে নাকতলার বাড়ির থেকে বার করে এনে গাড়িতে তোলা হয়। সেখান থেকে বিভিন্ন পথ ঘুরে জোকায় ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করতে নিয়ে আসা হয়৷ পরে ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়। সেখানেই পার্থকে ১৪ দিন নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানায় ইডি। পাল্টা জামিনের দাবিতে সওয়াল করেন পার্থের আইনজীবী। দু’পক্ষের সওয়াল-জবাব শুনে বিচারক পার্থকে সোমবার পর্যন্ত ইডি হেফাজতে রাখার নির্দেশ দেন।