কলকাতা: উলুবেড়িয়া এলাকায় মৃত ভ্রূণ উদ্ধার মামলায় জেলা স্বাস্থ্য আধিকারিক এবং উলুবেড়িয়া থানার ওসি সহ, উলুবেড়িয়া পৌরসভা চেয়ারম্যানকে তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আগামী তিন মাসের মধ্যে তদন্ত শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে। আদালতে আইনজীবী রমা প্রসাদ সরকারের দাবি ,উলুবেড়িয়া অঞ্চলে প্রচুর বেসরকারি নার্সিং হোম রয়ছে। সেখানেই অবৈধ ভ্রূণ হত্যা হয়, তার পর মৃত ভ্রূণ ফেলে রাখা হয় ওই ডাম্পিং গ্রাউন্ডে। এই অবৈধ কাজ বন্ধ করা হোক।
আরও পড়ুন- ৩ মাসেই সেঞ্চুরি’ ED-র! অভিযানে উদ্ধার বিপুল ধনরাশি কোথায় যায়? ‘কালা ধনে’র ভবিষ্যৎ কী?
কিছুদিন আগেই উলুবেড়িয়া পুরসভার ৩১ নং ওয়ার্ডের বানিতবলা ডাম্পিং গ্রাউন্ড থেকে উদ্ধার হয় ২২ টি মৃত ভ্রূণ। উলুবেড়িয়া পুরসভা ও উলুবেড়িয়া থানার আধিকারিকরা ঘটনাস্থলে এসে সেগুলি উদ্ধার করে নিয়ে যায়। কোথা থেকে এল এতগুলি দেহ এবং ভ্রূণ তা আন্দাজ প্রথমে করা না গেলেও পরে সন্দেহ করা হয় এলাকার একাধিক বেসরকারি নার্সিংহোমকেই। এলাকার মানুষের অভিযোগ, পুরসভার ময়লা ফেলার গাড়ি করে এই সমস্ত সদ্যজাত শিশুর দেহ ও ভ্রূণ ফেলে যাওয়া হয়। দুর্গন্ধে তারা এলাকায় টিকতে পারেন না। অবিলম্বে এগুলো বন্ধ করার দাবি জানিয়েছে এলাকার লোকজন।
গত ১৬ আগস্ট এলাকার কিছু বাচ্চারা ওই ডাম্পিং গ্রাউন্ড থেকে বোতল কোড়াচ্ছিলো। তখনই প্লাষ্টিকের ভিতর মোড়া অবস্থায় ওই মৃত ভ্রূণ দেখতে পায় তারা। তারপরেই খবর দেওয়া হয় উলুবেড়িয়া পুরসভা ও উলুবেড়িয়া থানায়। তারা ঘটনাস্থলে পৌঁছে সেগুলো উদ্ধার করে নিয়ে যায়।