হাওড়া পুরসভার আসন পুনর্বিন্যাস মামলায় হাইকোর্টে ধাক্কা বিজেপির, মান্যতা পেল রাজ্যের যুক্তি

হাওড়া পুরসভার আসন পুনর্বিন্যাস মামলায় হাইকোর্টে ধাক্কা বিজেপির, মান্যতা পেল রাজ্যের যুক্তি

কলকাতা: পুজোর আগে বিজেপির জন্য সময় খারাপ। কলকাতা হাইকোর্ট বড়সড় ধাক্কা খেল গেরুয়া শিবির। হাওড়া পুরসভার আসন পুনর্বিন্যাস সিদ্ধান্তের বিরুদ্ধে করা মামলা খারিজ করে দিয়েছে আদালত। এতএব এই মামলায় রাজ্যের যুক্তির কাছে ধোপে টেকেনি বিজেপির দাবি। রাজ্য যে যুক্তি দিয়েছে তার পরেই এই মামলা খারিজ করে দেন বিচারপতি অমৃতা সিনহা।

আরও পড়ুন- গর্ভপাতের অধিকার পাবেন অবিবাহিত মহিলারাও, ‘বৈবাহিক ধর্ষণ’ বাস্তব, জানাল শীর্ষ আদালত

আসলে গত ১৯ সেপ্টেম্বর জেলা পুর নির্বাচনী আধিকারিক একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। সেখানে বলা হয়, হাওড়া পুরসভায় ওয়ার্ড সংখ্যা ৫০ থেকে বাড়িয়ে ৬৬ ওয়ার্ড করা হবে। এরপরেই বিজ্ঞপ্তি খারিজ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল ভারতীয় জনতা পার্টি শিবির। তাদের যুক্তি ছিল, ২০১৫ সালের আগে হাওড়া পুরসভায় ৫০টি ওয়ার্ড ছিল। পরে বালি পুরসভা জুড়ে ওয়ার্ড সংখ্যা হয় ৬৬। এদিকে রাজ্য সরকার বিধানসভায় দু’টি পুরসভাকে আলাদা করার বিল পাশ করেছিল, তাতে রাজ্যপালের সাক্ষর এখনও হয়নি। এমতাবস্থায় বিজ্ঞপ্তিটি খারিজ করা হোক, এমনই আর্জি ছিল গেরুয়া বাহিনীর। তাদের বক্তব্য, রাজ্য এখন একক ভাবে হাওড়ার ওয়ার্ড সংখ্যা বাড়িয়ে ৬৬ করতে চাইছে।

এদিকে এই বিষয়ে রাজ্যের আইনজীবী জানান, যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তা জনগণের মতামত নেওয়ার জন্য। এখনও কোনও রকম চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তাই যে দাবি করা হচ্ছে তা খাটে না। তিনি আরও বলেন, এই বিষয় নিয়ে কারও কোনও আপত্তি থাকলে তা তারা লিখিত ভাবে দিতে পারেন। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় তা বিবেচিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − eleven =