কলকাতা: রাজ্যের নিয়োগ কেলেঙ্কারির ইস্যু শুরু হওয়া থেকে এখনও পর্যন্ত একাধিক তথ্য সামনে এসেছে এবং গ্রেফতারিও হয়েছে। কিন্তু এই তদন্তের শেষ কোথায়? কবে নিষ্পত্তি হবে মামলাগুলির? এইসব প্রশ্ন জনসাধারণের মনে আসছে। এদিকে কলকাতা হাইকোর্ট বহুবার তদন্তকারী দল সিবিআইকে ‘ধমক’ দিয়েছে, তদন্তে গতি আনার কথা বলেছে। এবারও একই জিনিস করা হল। নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে সিবিআইকে তাড়া দিল অন্য আদালতও। বলা হয়েছে, তদন্তে গতি আনতে হবে।
বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত মোট আট জনকে সিবিআইয়ের বিশেষ আদালতে তোলা হয়। সেই মামলার শুনানিতেই সিবিআইকে এই পরামর্শ দিয়েছে আদালত। এদিন বিচারক কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে উদ্দেশ্য করে বলেন, গোটা দেশ এই মামলার গতিপ্রকৃতির দিকে তাকিয়ে রয়েছে, তাই তাদের গতি বৃদ্ধি করতেই হবে তদন্তের। দ্রুত নিষ্পত্তি করতে হবে সবকিছু। এদিকে চার্জশিটে যাঁদের নাম রয়েছে, তাঁদের সকলকে কেন এখনও গ্রেফতার করা হয়নি এই প্রশ্নও তুলেছে আদালত। এই প্রেক্ষিতে সিবিআইয়ের আইনজীবীর যুক্তি, চার্জশিটে যাঁরা অভিযুক্ত, তাঁদের বিষয়ে তথ্য আছে কেস ডায়েরিতে। আর একটি মামলায় একাধিক অভিযুক্ত থাকলে সকলের বিরুদ্ধে তথ্যপ্রমাণ জোগাড় করতে হচ্ছে।
” style=”border: 0px; overflow: hidden”” title=”কার দখলে কর্ণাট? বেশিরভাগ সমীক্ষায় চাঞ্চল্যকর তথ্য! Karnataka Exit Poll” width=”853″>
প্রসঙ্গত, আজ সিবিআইয়ের বিশেষ আদালতে যাদের তোলা হয়েছিল তাঁদের মধ্যে ছিলেন বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা, সুবীরেশ ভট্টাচার্য সহ আট জন। প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে আদালতে হাজির করানো হয়। শুনানির শুরুতেই বিচারক গোয়েন্দাদের তদন্তে গতি আনার কথা বলেন।