বাহিনীকে নিয়ন্ত্রণ করেছে পুলিশ! শুধু ভবানীপুর নিয়েই ৩২ অভিযোগ সিপিএমের

বাহিনীকে নিয়ন্ত্রণ করেছে পুলিশ! শুধু ভবানীপুর নিয়েই ৩২ অভিযোগ সিপিএমের

কলকাতা: ভবানীপুর কেন্দ্রের উপনির্বাচন সহ মুর্শিদাবাদের সামশেরগঞ্জ এবং জঙ্গিপুরে আজকের সাধারণ নির্বাচনে প্রশাসন শাসক দলের হয়ে কাজ করেছে বলে সিপিএম অভিযোগ করেছে। দলের নেতা রবীন দেব আজ মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের সঙ্গে দেখা করে এই অভিযোগ জানান। পরে তিনি বলেন, ভবানীপুরে কেন্দ্রীয় বাহিনীকে কলকাতা পুলিশ দিয়ে নিয়ন্ত্রণ করা হয়েছে, অনেক বুথেই কেন্দ্রীয় বাহিনীকে দেখতে পাওয়া যায়নি। সরকারি মেশিনারি ব্যবহার করে শাসকদল জোর জুলুম করে ভোট করিয়েছে বলে তিনি অভিযোগ করেন। শুধু ভবানীপুর নিয়েই তিনি আজ মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে ৩২ টি অভিযোগ জমা দিয়েছেন বলে জানিয়েছেন।

আরও পড়ুন- ‘বাংলা শেখারা জন্য দিলীপ ঘোষকে বর্ণপরিচয় উপহার দেব’, খোঁচা বাবুলের

এদিকে, ভবানীপুর নিয়ে প্রথম থেকেই বিস্ফোরক অভিযোগ করে এসেছে বিজেপি। তবে শেষ বেলায় সবথেকে চাঞ্চল্যকর অভিযোগ করা হয়েছে। বিজেপির দাবি, ভবানীপুরে ভোট শেষ হওয়ার ২০ মিনিট আগে থেকে ব্যাপক রিগিং হয়েছে। বিজেপি জানাচ্ছে, ৭০, ৭১, ৭৪ ও ৮২ নম্বর ওয়ার্ডে ব্যাপক রিগিং করেছে তৃণমূল কংগ্রেস। যদিও এই অভিযোগের পরিপ্রেক্ষিতে তৃণমূলের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি এখনও পর্যন্ত। অন্যদিকে, ভোটের শেষবেলায় সামশেরগঞ্জে ধৃত ভুয়ো ভোটার। ১১৬ নম্বর বুথ লস্করপুর প্রাথমিক বিদ্যালয়ে দুই নাবালককে হাতেনাতে ধরে পুলিশ। তার ভিত্তিতে কংগ্রেস ফের ভোটের দাবি জানিয়েছে সেই কেন্দ্রে। ৯টি বুথে ফের ভোটগ্রহণের দাবি তুলেছে তারা। 

আরও পড়ুন- মমতাকে ভোট দেওয়ার ছবি প্রকাশ! ছেলের জন্য বিতর্কে শোভনদেব

সকাল থেকেই সবথেকে বেশি উত্তাপ ছড়িয়েছিল ভবানীপুর কেন্দ্র নিয়ে। কারণ এখানে প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা সকাল থেকেই একের পর এক অভিযোগ এনেছেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কিন্তু নির্বাচন কমিশন খুব একটা পাত্তা দেয়নি তাঁর কোনও অভিযোগে। এদিকে ভুয়ো ভোটার পাকড়াও থেকে শুরু করে বিজেপি নেতার গাড়ি ভাঙচুর, ভোটার প্রভাবিত করার অভিযোগ তোলা থেকে, রিগিং, সব অভিযোগ উঠে আসছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + 4 =