কলকাতা: বেতন অ্যাকাউন্টে ঢুকেছিল সকালে। কিন্তু দুপুরেই কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মান্থা রাজ্য বিদ্যুৎ নিগমের জিএম, এমডি সহ মোট ছ’জন অফিসারের বেতন বন্ধের নির্দেশ দেন। আর তার পরেই এই দুই পদাধিকারীর বেতন ফিরিয়ে নেওয়া হয়। আসলে রাজ্য বিদ্যুৎ পর্ষদের কর্মীদের ডিএ না দেওয়ায় বিদ্যুৎ পর্ষদের সিএমডি এবং দুই জেনারেল ম্যানেজারের বেতন বন্ধের নির্দেশ দিয়েছিল আদালত। সেই প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত।
আরও পড়ুন- মন্দিরে নিয়ে গিয়ে মহিলার শ্লীলতাহানি, অভিযুক্ত পুলিশকর্মী! রণক্ষেত্র চন্দ্রকোনা
রাজ্য বিদ্যুৎ সংস্থার কর্মীদের বকেয়া ডিএ সময়ের মধ্যে না মেটানোর জন্য গত ২৪ জুন বিচারপতি মান্থা এই বেতন বন্ধের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু আদালত মোট চার জনের বেতন বন্ধের নির্দেশ দিলেও বাস্তবে দুই সংস্থায় ওই পদগুলিতে মোট ছ’জন অফিসার রয়েছেন। তাই কাদের বেতন বন্ধ হবে তাই নিয়ে জল্পনা তৈরি হয়। এদিন সেই বিষয়টি আদালতের কাছে উত্থাপন করে কাদের বেতন বন্ধ হবে সেই ব্যাপারে নির্দেশ চান সংস্থার আইনজীবী। আর তাতেই আদালত ওই ছ’জনেরই বেতন বন্ধের নির্দেশ দেয়। তারপরেই ওই দুই অফিসারের বেতন ফেরানো হয়।
গত দিন এই মামলায় বিচারপতি নির্দেশ দিয়েছিলেন, যতদিন না বকেয়া ডিএ মেটানো হচ্ছে ততদিন ওই আধিকারিকদের বেতন বন্ধ থাকবে। আগামী ১৫ জুলাই পরবর্তী শুনানি এই মামলার। যদি এই সময়ের মধ্যে ডিএ মেটানো হয় তাহলে আগে জানালে আদালত বেতন চালুর নির্দেশ দেবে। এদিকে জিএম, এমডি যেহেতু সংস্থার কর্মী তাই অন্য কর্মীদের ডিএ বকেয়া থাকায় এই কর্মীদেরই বেতন বন্ধ করা যায় কিনা এই প্রশ্ন উঠেছে। উল্লেখ্য, রাজ্যের দুই বিদ্যুৎ সংস্থা পিডিসিএল এবং এসিডিএসএল-এর কর্মীরা আদালত অবমাননার অভিযোগ তুলেছিলেন তাদের সংস্থার বিরুদ্ধে। তাদের বক্তব্য ছিল, বিগত ৩ বছর ধরে তাদের ডিএ বন্ধ হয়ে গিয়েছে।