‘লক্ষ্মী’র লাইনে চরম বিশৃঙ্খলা, পদপিষ্ট বহু মহিলা! মালদহের স্কুলে চরম বিশৃঙ্খলা

‘লক্ষ্মী’র লাইনে চরম বিশৃঙ্খলা, পদপিষ্ট বহু মহিলা! মালদহের স্কুলে চরম বিশৃঙ্খলা

 

মালদহ: দুয়ারের সরকার ক্যাম্পকে কেন্দ্র করে তীব্র বিশৃঙ্খলা। মানুষের উপচে পড়া ভিড়। ার জেরে স্কুলের গেট খুলতেই শুরু হয়ে গেল ধাক্কাধাক্কি।  ভিড়ের চাপে পড়ে আহত হলেন বেশ কয়েকজন। আহতদেরকে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীরা তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয় মৌলপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠায়।

বুধবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুরাতন মালদহ ব্লকের সাহাপুর হাইস্কুল চত্বরে। এদিন ঘটনাস্থলে পৌঁছে দেখা যায়, মহিলাদের ভিড়ে থিক থিক করছে সমগ্র এলাকা৷ একসঙ্গে এতজন মহিলা হাজির হয়ে যাওয়া নাস্তানাবুদ হাল হয় নিরাপত্তার দায়িত্বে থাকা সিভিক পুলিশের ভলানটিয়ারদের৷

বাংলার গৃহবধূদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হয়েছে ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্প। ভোটের আগেই এই প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী । তৃতীয় বার ক্ষমতায় এসে তা বাস্তবায়িত করার উদ্যোগ নিয়েছেন তিনি। সরকারি ঘোষণা অনুযায়ী, আগামী ১ সেপ্টেম্বর থেকে রাজ্যের গৃহবধূদের আর্থিক ভাবে সহায়তা করতে চালু হচ্ছে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প ‘লক্ষ্মীর ভান্ডার’। এই প্রকল্পের মাধ্যমে বাংলার গৃহবধূরা রাজ্য সরকারের থেকে প্রতি মাসে ৫০০ টাকা করে আর্থিক সাহায্য পাবেন। অন্যদিকে রাজ্যের তফশিলি জাতি-উপজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণির মহিলারা মাসে ১০০০ টাকার আর্থিক সাহায্য পাবেন।

স্বভাবতই, সরকারি এই টাকা পাওয়ার আশায় প্রতিটি এলাকার মতো মালদহের বধূরাও এদিন ভিড় জমিয়েছিলেন সংশ্লিষ্ট স্কুলে৷ সেখানেই এক সঙ্গে এত মহিলার উপস্থিতির জেরে শুরু হয় বিশৃঙ্খলা৷ পরিস্থিতির জন্য প্রশাসনকেই দুষছেন মহিলারা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + seven =