ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, লকডাউন বিধিতে বিশেষ ছাড় নবান্নের!

ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, লকডাউন বিধিতে বিশেষ ছাড় নবান্নের!

কলকাতা: বাংলার অভিমুখে ধেয়ে আসছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় যশ! আগামী ২৫ মে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে যশ৷ ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিয়ে বেশ কিছু সতর্কতা জারি করেছে হাওয়া অফিস৷ ইতিমধ্যেই পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ৷ এখন তা গভীর নিম্নচাপে পরিণত হয়েছে৷ এই মুহূর্তে দিঘা থেকে দক্ষিণ-দক্ষিণ পূর্বে ৬৭০ কিমি দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড়৷ হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী ২৫ মে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত যশ৷ বুধবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গ উপকূলে আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড়৷

আসন্ন ঘূর্ণিঝড়ের পূর্বাভাস থাকায় রাজ্য সরকার করোনা সংক্রমণ প্রতিরোধে চলা বিধি-নিষেধের মধ্যেই কৃষি সংক্রান্ত কয়েকটি ক্ষেত্রে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে৷ কৃষিকাজ, উদ্যানপালন এবং এই সংক্রান্ত পরিবহণ ছাড়াও কীটনাশক, সার, বীজ এবং কৃষি সংক্রান্ত যন্ত্রপাতি বিক্রির উপরে ছাড় দেওয়া হয়েছে৷ আজ নবান্ন থেকে এই সংক্রান্ত বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে৷ এছাড়াও বন্যা নিয়ন্ত্রণ ও আসন্ন বর্ষার মরসুমের আগেই আপৎকালীন ভিত্তিতে গ্রাম উন্নয়ন সংক্রান্ত যে কোন কাজেও ছাড় দেওয়ার কথা জানানো হয়েছে৷ সবাইকে স্বাস্থ্যসুরক্ষা বিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে৷

বিজ্ঞপ্তি নবান্নের

ঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মঙ্গলবার থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে৷ মঙ্গলবার সন্ধ্যায় ৫০-৬০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে৷ বুধবার সন্ধ্যায় ঘূর্ণিঝড়ের গতিবেগ হতে পারে ১০০ কিমির বেশি৷ পারাদ্বীপ ও সাগরের মধ্যবর্তী এলাকায় ঘূর্ণিঝড় আছড়ে পড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × three =