শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত যশ, বৃষ্টিতে ভাসছে কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ

শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত যশ, বৃষ্টিতে ভাসছে কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ

কলকাতা:  অতি শক্তিশালী ঘূর্ণিঝড় যশ ঢুকে গিয়েছে ঝাড়খণ্ডে৷ তবে তা শক্তি হারিয়ে এখন গভীর নিম্নচাপে পরিণত হয়েছে৷ যার জেরে আজ সকাল থেকেই কলকাতা সহ বিভিন্ন জায়গায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে৷ জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ অন্যদিকে পূর্ণিমার ভরা কোটালের জন্য জলস্তর বাড়ার সম্ভাবনাও রয়েছে গঙ্গায়৷

আরও পড়ুন- আজ ফের হাইকোর্টে নারদ মামলার শুনানি, ভাগ্য নির্ধারণ ৪ হেভিওয়েটের

এই নিম্নচাপ ঝাড়খণ্ডের উপর অবস্থান করায় সে রাজ্যে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ সেই সঙ্গে ঝাড়খণ্ড ও বিহার সংলগ্ন আমাদের রাজ্যের জেলাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ ইতিমধ্যেই বাঁকুড়া, বীরভূম, মালদা ও উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে৷ সেই সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সমস্ত জলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ আজ সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে কলকাতায়৷ বৃষ্টি হচ্ছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলী, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণাতেও৷ এছাড়াও আলিপুরের উপর দিয়ে সকাল ৮ টা ১২ মিনিটে একটি ঝড় বয়ে গিয়েছে৷ যার গতিবেগ ছিল ৫৮ কিলোমিটার প্রতি ঘণ্টা৷ অন্যদিকে, শান্তিপুর ও চাকদার উপর দিয়েও ভোরে ৪টে নাগাদ ঝড় বয়ে গিয়েছে৷ যার জেরে লন্ডভন্ড হয়ে যায় বিস্তীর্ণ এলাকা৷ 

অন্যদিকে, গতকাল পূর্ণিমা ছিল৷ ফলে আজও জোয়ারের শক্তি বেশি থাকবে৷ কলকাতায় দুপুর ২টো নাগাদ জলস্তর সর্বোচ্চ হবে বলে পূর্বাভাস৷ আজ গঙ্গার জলস্তর হবে প্রায় সাড়ে ১৭ ফুট৷ যার জেরে কলকাতার একাংশ জোয়ারের জলে ভাসার সম্ভাবনা রয়েছে৷ সে কারণেই লকগেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 17 =