‘চোর-ডাকাত’ মন্তব্য নিয়ে মমতাকে ধিক্কার যৌথ সংগঠনের! আশা, মানুষ বিচার করবে

‘চোর-ডাকাত’ মন্তব্য নিয়ে মমতাকে ধিক্কার যৌথ সংগঠনের! আশা, মানুষ বিচার করবে

কলকাতা: ডিএ আন্দোলনকারীদের কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায় চোর, ডাকাত বলেছেন। মমতার দাবি, যারা চিরকুটে চাকরি পেয়েছে তারাই ডিএ নিয়ে এখন আন্দোলন করছে। তাঁর এই মন্তব্যকে মোটেই ভালোভাবে নেয়নি ডিএ আন্দোলনকারীরা। তীব্র প্রতিবাদ জানিয়েছে তারা এবং সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। এই আবহে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে ধিক্কার জানিয়ে গর্জে উঠল সংগ্রামী যৌথ মঞ্চ।

আরও পড়ুন- কোথায় কেষ্ট-কন্যা? বোলপুর ছেড়েছেন, পৌঁছলেন না দিল্লি, ইমেল পাঠিয়ে অন্তরালে সুকন্যা

সংগ্রামী যৌথ মঞ্চের রাজ্য নেতৃত্ব এবং শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী এদিন বলেন, ”আমরা চোর-ডাকাত? চিরকুটে চাকরি পেয়েছি? তাহলে যাদের বাড়ি থেকে কোটি কোটি টাকার পাহাড় বের হল তারা সাধু?” এই প্রশ্ন তোলেন তিনি। একই সঙ্গে মঞ্চের আরও প্রশ্ন, তারা যদি চোর ডাকাত হন তাহলে পুলিশ, প্রশাসন, গোয়েন্দা দফতর দিয়ে ধরিয়ে দিচ্ছে না কেন? চিরকুটে চাকরি পেয়ে থাকলে রাজ্যের মুখ্যমন্ত্রী তা ফাঁস করে দিচ্ছেন না কেন? এছাড়া হাজার হাজার যোগ্য চাকরিপ্রার্থীদের বঞ্চিত করে কোটি কোটি টাকার বিনিময়ে কাদের চাকরি দেওয়া হয়েছে, সেই প্রশ্নের উত্তরও তারা চায়।