কলকাতা: বকেয়া ডিএ-র দাবিতে বিক্ষোভে সামিল হয়েছেন রাজ্য সরকারের কর্মচারীরা৷ লাগাতার আন্দোলন চলার মধ্যে ইতিমধ্যেই কর্মবিরতি পালন করেছিলেন তারা। আর শুক্রবার ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল। সেই মতো এদিন আন্দোলনকারীরা ধর্মঘট পালন করছেন। কিন্তু রাজ্য সরকার আগে থেকেই ধর্মঘটের বিরোধিতায় পদক্ষেপ নিয়েছে। গতকাল কড়া নির্দেশিকা জারি করা হয়েছিল। কিন্তু ধর্মঘটীরা সেসব পাত্তা দিচ্ছেন না। তাদের পাল্টা হুঁশিয়ারি, চাকরিতে ছেদ করে দেখাক সরকার।
আরও পড়ুন- কুন্তল সহ তিনজনের জামিন খারিজ আবার, ১৪ দিনের হেফাজত
নবান্ন বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, শুক্রবার যারা কাজে যোগ দেবে না তাদের বেতন তো কাটা যাবেই, এমনকি তাঁর কর্মজীবনেও ছেদ (সার্ভিস ব্রেক) পড়বে। যদিও কাদের ক্ষেত্রে এই নির্দেশ প্রয়োগ হবে না সেটাও বলা হয়েছে। তবে এই নির্দেশিকা নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছে আন্দোলনকারীরা। তাদের বক্তব্য, সরকার পারলে চাকরিতে ছেদ করে দেখাক, তাহলে আদালতে যেতে হবে। রাজ্যের নির্দেশিকা প্রসঙ্গে ধর্মতলা থেকে মুখ্যমন্ত্রীকেও বেনজির আক্রমণ করেন ধর্মঘটীরা। তাদের কথায়, সরকার বলছে চাকরি ছেদ করব। সেই ছেদ হয়ত অবসরের সময় হবে। তার আগে সরকার থাকবে না।
” style=”border: 0px; overflow: hidden”” title=”মুখ্যমন্ত্রীকে নিশানা SLST চাকরিপ্রার্থীদের! SLST job aspirants stage unique protest in Kolkata” width=”853″>
রাজ্যের বিজ্ঞপ্তি বলছে, স্কুল-কলেজ-সহ যাবতীয় সরকারি এবং সরকার পোষিত প্রতিষ্ঠানও শুক্রবার পূর্ণ সময়ের জন্য খোলা থাকবে। নির্দিষ্ট কারণ না দর্শিয়ে কোনও সরকারি কর্মচারী ছুটি নিতে পারবেন না। এক্ষেত্রে জানান হয়েছে, ছুটি সেই কর্মীই পাবেন যিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বা কোনও কর্মীর পরিবারের কোনও সদস্যের যদি প্রয়াণ ঘটে। আরও বলা হয়েছে, কোনও কর্মী ৯ মার্চের আগে থেকেই যদি গুরুতর কোনও অসুস্থতার কারণে অনুপস্থিত থাকেন এবং যে কর্মচারীরা সন্তান পালনের ছুটি, মাতৃত্বকালীন ছুটি কিংবা ৯ মার্চের আগে মঞ্জুর হওয়া মেডিক্যাল বা আর্নড লিভ নিয়ে রেখেছেন, তাঁরা শুক্রবার ছুটি পাবেন।
