চাকরিতে ছেদ করলে…! রাজ্যকে পাল্টা হুঁশিয়ারি DA আন্দোলনকারীদের

চাকরিতে ছেদ করলে…! রাজ্যকে পাল্টা হুঁশিয়ারি DA আন্দোলনকারীদের

কলকাতা: বকেয়া ডিএ-র দাবিতে বিক্ষোভে সামিল হয়েছেন রাজ্য সরকারের কর্মচারীরা৷ লাগাতার আন্দোলন চলার মধ্যে ইতিমধ্যেই কর্মবিরতি পালন করেছিলেন তারা। আর শুক্রবার ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল। সেই মতো এদিন আন্দোলনকারীরা ধর্মঘট পালন করছেন। কিন্তু রাজ্য সরকার আগে থেকেই ধর্মঘটের বিরোধিতায় পদক্ষেপ নিয়েছে। গতকাল কড়া নির্দেশিকা জারি করা হয়েছিল। কিন্তু ধর্মঘটীরা সেসব পাত্তা দিচ্ছেন না। তাদের পাল্টা হুঁশিয়ারি, চাকরিতে ছেদ করে দেখাক সরকার। 

আরও পড়ুন- কুন্তল সহ তিনজনের জামিন খারিজ আবার, ১৪ দিনের হেফাজত

নবান্ন বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, শুক্রবার যারা কাজে যোগ দেবে না তাদের বেতন তো কাটা যাবেই, এমনকি তাঁর কর্মজীবনেও ছেদ (সার্ভিস ব্রেক) পড়বে। যদিও কাদের ক্ষেত্রে এই নির্দেশ প্রয়োগ হবে না সেটাও বলা হয়েছে। তবে এই নির্দেশিকা নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছে আন্দোলনকারীরা। তাদের বক্তব্য, সরকার পারলে চাকরিতে ছেদ করে দেখাক, তাহলে আদালতে যেতে হবে। রাজ্যের নির্দেশিকা প্রসঙ্গে ধর্মতলা থেকে মুখ্যমন্ত্রীকেও বেনজির আক্রমণ করেন ধর্মঘটীরা। তাদের কথায়, সরকার বলছে চাকরি ছেদ করব। সেই ছেদ হয়ত অবসরের সময় হবে। তার আগে সরকার থাকবে না।