কোটি টাকার ব্যাগ পিঠে পিস্তল উঁচিয়ে ভরা রাস্তায় দৌড় ৪ ডাকাতের, আতঙ্কে হাওড়া

কোটি টাকার ব্যাগ পিঠে পিস্তল উঁচিয়ে ভরা রাস্তায় দৌড় ৪ ডাকাতের, আতঙ্কে হাওড়া

হাওড়া:  এ যেন কোনও চলচ্চিত্রের টানটান চিত্রনাট্য৷ পিঠে টাকা ভর্তি ব্যাগ, হাতে পিস্তল৷ দিনে দুপুরে জনাকীর্ণ রাস্তায় পিস্তল উঁচিয়ে ছুটল ডাকাতের দল!

আরও পড়ুন- ক্রমাগত সংবিধান বহির্ভূত কাজ করছেন! রাজ্যপালকে সরাতে জনস্বার্থ মামলা দায়ের হাই কোর্টে

হ্যাঁ, প্রায় এক কোটি টাকা ডাকাতি করে ট্যাক্সি নিয়ে পালাচ্ছিল চার ডাকাত৷ কিন্তু রাস্তায় জ্যামে আটকায় তাদের গাড়ি৷ উপায় না পেয়ে গাড়ি থেকে নেমে বন্দুক উঁচিয়ে ভরা রাস্তা দিয়ে ছুট লাগায় তারা৷ সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে গোটা দৃশ্য৷ সকাল তখন ১০টা হবে৷ হাওড়ার বেলিলিয়াস রোডে একটি লোহার সামগ্রীর দোকান লুঠ করে চার দুষ্কৃতী৷ অভিযোগ, ওই দোকান থেকে ১ কোটি টাকা লুঠ করে তারা৷ ডাকাতি করে পালানোর সময় এই কাণ্ড ঘটায় দুষ্কৃতীরা৷ পুলিশ ওই চার ডাকাতকে চিহ্নিত করেছে৷ 

দোকান মালিক দিলীপ বর্মার জানান, মঙ্গলবার সকাল ১০টা নাগাদ তাঁর দোকানের সামনে হাজির হয় চার যুবক। তাদের মধ্যে তিনজন দুম করে  দোকানে ঢুকে আসে৷ নিজ মূর্তি ধারণ করে  প্রথমেই তারা তাঁর হাত-পা বেঁধে ফেলে৷ এর পর আগ্নেয়াস্ত্র এবং বোমা দেখিয়ে প্রায় এক কোটি টাকা লুঠ করে পালায়৷ পুলিশ সূত্রে খবর, ডাকাতি করে পালানোর সময় সিসি ক্যামেরায় তাদের ছবি ধরা পড়ে৷ পুলিশ জানতে পেরেছে, ওই চার ডাকাত একটি ট্যাক্সি ভাড়া করে ডাকাতি করতে এসেছিল। হাওড়া ময়দান থেকে তারা ট্যাক্সিটি ভাড়া নেয়৷ গাড়িতে ওঠার সময় ওরা পাঁচ জন ছিল। পরে মাঝপথে একজন নেমে যায়। সিসি ক্যামেরায় ধরা পড়ে তাদের পালানোর ছবি৷ ওই ট্যাক্সিচালককে আটক করেছে পুলিশ৷ তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 13 =