পঞ্চায়েত ভোটের মনোনয়নের দিন বাড়ানো হতে পারে! ইঙ্গিত মিলল কমিশন সূত্রে

পঞ্চায়েত ভোটের মনোনয়নের দিন বাড়ানো হতে পারে! ইঙ্গিত মিলল কমিশন সূত্রে

কলকাতা: ৮ জুলাই হতে চলেছে পঞ্চায়েত নির্বাচন। তার আগে কলকাতা হাইকোর্ট মামলা হয়েছে মনোনয়নের দিন সংখ্যা ইস্যুতে। বিরোধী পক্ষ দাবি করেছে, এত কম সময়ে ৭৫ হাজার মনোনয়ন পত্র জমা দেওয়া অসম্ভব। আদালত নিজেও এমনটাই মনে করে জানিয়েছে, এই দিন সংখ্যা কম হয়ে গিয়েছে। শুনানি থেকেই মনে করা হয়েছিল যে, মনোনয়নের দিনসংখ্যা নিয়ে অন্য কিছু ভাবতে পারে কমিশন। এখন তেমনই ইঙ্গিত পাওয়া গেল। আপাতত যা খবর, তাতে মনোনয়নের দিন বাড়ানো নিয়ে সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য নির্বাচন কমিশন। 

বৃহস্পতিবার নির্বাচন কমিশন ঘোষণা করেছে ৯ জুন থেকে মনোনয়ন জমা দেওয়ার কাজ শুরু হয়ে যাবে এবং তা চলবে ১৫ জুন পর্যন্ত। আর ২০ জুন মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। কিন্তু এই সময় নিয়ে বিরোধিতা করেছে বিজেপি সহ একাধিক বিরোধী দল। তাদের বক্তব্য, এই দিনের মাঝে দু-দিন সপ্তাহান্ত, সেদিন কাজ হওয়া মুশকিল। তাহলে এত কম সময়ে মনোনয়ন জমা হবে কী ভাবে। আদালতও একই পর্যবেক্ষণ করায় মনোনয়ন জমা দেওয়ার জন্য আরও কয়েক দিন সময় বাড়ানোর কথা ভাবছে নির্বাচন কমিশন। সূত্রের খবর, কমিশন জানিয়েছে এ নিয়ে আইনে নির্দিষ্ট কিছুই বলা নেই, তাই মনোনয়নের জন্য দিন বাড়ানো সমস্যার হবে না।