কলকাতা: আরজি কর কাণ্ডে প্রথম থেকেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে৷ গত কয়েক দিন ধরে আরজি করের মামলা নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়৷ ফলে এই ক’দিনে তিনিই যেন হয়ে উঠেছেন কলকাতা পুলিশের মুখপাত্র৷ এবার সোশ্যাল মিডিয়া তাঁকেই নিশানা করা হল৷ তাঁর নামে অশালীন মন্তব্য পোস্ট করা হয়েছে। এমনকী ‘আরজি করের চিকিৎসকের মতো হাল’ করে দেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয়েছে। এই অভিযোগে তিন ইউটিউবারের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ৷