অটোয় এসে বস্তাবন্দি দেহ ফেলে চলে গেল কেউ! টালিগঞ্জে হইহই কাণ্ড

অটোয় এসে বস্তাবন্দি দেহ ফেলে চলে গেল কেউ! টালিগঞ্জে হইহই কাণ্ড

কলকাতা: বুধবার সাতসকালে মারাত্মক ঘটনা ঘটে গেল খাস কলকাতা শহরে। এক মেট্রো স্টেশনের সামনে এক বৃদ্ধের দেহ উদ্ধার হল। জানা গিয়েছে, কেউ এসে সেই মৃতদেহ স্টেশনের সামনে ফেলে দিয়ে চলে যায়। পুলিশ মারফত জানা গিয়েছে, যার দেহ উদ্ধার হয়েছে তার বয়স ষাটের কাছাকাছি। স্বাভাবিকভাবেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। 

টালিগঞ্জ মেট্রো স্টেশনের সামনে ঘটেছে এই ঘটনা। স্থানীয় অটোচালকরা জানিয়েছেন, এদিন সকালে আচমকা একটি অটো এসে দাঁড়ায় মেট্রো স্টেশনের সামনে। তারপর বস্তায় বন্দি থাকা কিছু ফেলে দিয়ে চলে যায় এক ব্যক্তি। প্রথমে বোঝা যায়নি যে এটি একটি মৃতদেহ হবে। পরে সন্দেহ হওয়ায় বস্তা সরাতেই দেখা যায় যে সেটি এক বয়স্ক লোকের মৃতদেহ। সঙ্গে সঙ্গে টালিগঞ্জ থানায় খবর দেওয়া হলে পুলিশ আসে। পুলিশকে খবর দেন অটোচালকরাই। এই খবর জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ব্যাপকভাবে। 

তবে দেহ কার বা তিনি কোথায় থাকতেন তা এখনও পর্যন্ত জানা যায়নি। এদিকে পুলিশ দেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য তা পাঠিয়ে দিয়েছে। প্রাথমিক অনুমান, মারা যাওয়ার পর ওই বৃদ্ধের সৎকার না করে তার দেহ ফেলে দিয়ে গিয়েছে পরিবারের কেউ। তবে খুনের বিষয়টিও মাথায় আছে পুলিশের। তাই কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, কিংবা কে তাঁর দেহ কোন উদ্দেশ্যে মেট্রো স্টেশনের সামনে গিয়েছে তার খোঁজ করা শুরু হয়েছে।   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × five =