মৃতের রেশন কার্ডে খাদ্যসামগ্রী তুলছে ডিলার! জেলাশাসকের ভূমিকায় ক্ষুব্ধ হাইকোর্ট

মৃতের রেশন কার্ডে খাদ্যসামগ্রী তুলছে ডিলার! জেলাশাসকের ভূমিকায় ক্ষুব্ধ হাইকোর্ট

কলকাতা: গ্রাহক মারা গিয়েছেন কিন্তু তাঁর রেশন কার্ডে খাদ্য সামগ্রী তোলা হচ্ছে। আর এমনটা কে করছেন, খোদ রেশন ডিলার! এমনই এক অভিযোগ সামনে এসেছে এবং এই ইস্যুতে কলকাতা হাইকোর্ট পর্যন্তও জল গড়িয়েছে। সেই মামলার শুনানিতেই এদিন জেলাশাসকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে আদালত। ক্ষোভ প্রকাশ করে তড়িঘড়ি এই ব্যাপারে রিপোর্ট তলব করা হয়েছে। 

নদিয়ার শান্তিপুরের গয়েশপুর এলাকায় মৃত ব্যক্তির রেশন কার্ডে খাদ্যসামগ্রী তোলার অভিযোগ উঠেছিল। মূল অভিযোগ রেশন ডিলারের বিরুদ্ধেই। জানা গিয়েছে, প্রথমে এই ঘটনা জানাজানি হওয়ার পর ডিলারের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথা বলেছিল আদালত। কিন্তু জেলাশাসক হাইকোর্টের নির্দেশ মতো কাজ করেননি বলেই খবর মিলেছে। আর এতেই ক্ষুব্ধ হয়েছে আদালত। হাইকোর্টের নির্দেশের পরেও কেন ওই রেশন ডিলারের বিরুদ্ধে কোনও পদক্ষেপ জেলাশাসক নেননি তা জানতে চাওয়া হয়েছে। এখন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের নির্দেশ, আগামী ৩ দিনের মধ্যে রেশন ডিলারের বিরুদ্ধে কী পদক্ষেপ করা হয়েছে তার রিপোর্ট পেশ করতে হবে জেলাশাসককে।