২ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতে দেবাঞ্জন, যুক্ত হল খুনের চেষ্টার ধারা

২ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতে দেবাঞ্জন, যুক্ত হল খুনের চেষ্টার ধারা

কলকাতা: ভ্যাকসিন প্রতারণাকাণ্ডে দেবাঞ্জন দেবের বিরুদ্ধে যুক্ত হল খুনের চেষ্টার ধারা৷ পাশাপাশি ২ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিল আদালত৷ শনিবার আলিপুর আদালতে পেশ করা হয়েছিল ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে ধৃত তিন অভিযুক্তকে৷ বিশেষ তদন্তকারী দলের তরফে দেবাঞ্জন দেবের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী ৩৬০ ধারা বা খুনের চেষ্টার ধারা যুক্ত করার আবেদন করা হয়েছিল৷ পুলিশের সেই আবেদন মঞ্জুর করে দেবাঞ্জনের বিরুদ্ধে খুনের চেষ্টার ধারা যুক্ত করা হল৷ 

আরও পড়ুন- ‘কিছু মানুষ প্রতারিত হওয়ার অর্থ গোটা সিস্টেমটাই খারাপ নয়’, ভুয়ো টিকা কাণ্ডে মন্তব্য ফিরহাদের

সরকার পক্ষের আইনজীবী এদিন জানান, যাঁরা ভ্যাকসিন নিয়েছেন তাঁদের মধ্যে তিনজন এই বিষয়ে সাক্ষী দিয়েছেন৷ ভ্যাকসিন নেওয়ার পর তাঁরা অসুস্থ হয়ে পড়েছেন বলে লাল বাজারে অভিযোগও দায়ের করা হয়েছে৷ পুলিশ জানাচ্ছে, এই ভুয়ো ভ্যাকসিনের জন্য মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারত৷ এই ইনজেকশনের ফলে নানা রকম ক্ষতি হতে পারে৷  জেনে বুঝেই করোনা ভ্যাকসিনের নামে অন্য ইনজেকশন দিয়েছিলেন দেবাঞ্জন৷ সে কারণেই দেবাঞ্জনের বিরুদ্ধে ৩৬০ ধারায় খুনের চেষ্টার ধারা যুক্ত করা হয়৷  

পাশাপাশি দেবাঞ্জন দেবের যে তিন সঙ্গী ছিল তাদেরও আজ আদালতে পেশ করা হয়৷ তাদেরও হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানানো হয়েছিল৷ তাদের জেরা করার পাশাপাশি প্রয়োজনে কলকাতার বাইরেও নিয়ে যাওয়া হতে পারে বলে জানানো হয়৷ এর পরেই এই তিন অভিযুক্তকে ২ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত৷ 

আরও পড়ুন- অভিনব প্রতিবাদে সামিল মদন, চালালেন রিকশা

আজই কসবা ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে মূল অভিযুক্ত দেবাঞ্জন দেবের আরও তিন সহযোগীকে গ্রেফতার করে পুলিশ। তাদের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ রয়েছে। মানুষকে ভুয়ো ভ্যাকসিন দেওয়া, চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা নেওয়ার মত অভিযোগ রয়েছে দেবাঞ্জন ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − 8 =