রাজ্য সরকারি ছুটির দিন ঘোষণা, আগামী বছর অনেক ছুটি রবিবারেই

কলকাতা: বছর শেষের আগেই প্রথামাফিক আগামী বছরের রাজ্য সরকারের ছুটির তালিকা ঘোষিত হল নবান্নে৷ এনআই আইন ১৮৮১ অনুযায়ী, এই ছুটি ঘোষণা করা হয়েছে অর্থ দফতরের তরফে। তবে ছুটিপ্রিয় মানুষদের জন্য এবছর দুঃখের খবরও আছে৷ সারা বছরে অনেক ছুটিই চলে যাচ্ছে রবিবারের মধ্যে৷

নবান্নের তরফে মোট তিনটি ছুটির তালিকা প্রকাশিত হয়েছে। যা দেখে খারাপই লাগবে আম জনতার৷ কারণ সারা বছরে বহু ছুটিই নষ্ট হয়েছে রবিবার পরে যাওয়ায়৷ তিনটি তালিকার প্রথমটায় স্থান পেয়েছে পাবলিক হলি ডে। দ্বিতীয় তালিকায় এমন কয়েকটি ছুটির উল্লেখ করা হয়েছে, যা পাবলিক হলি ডের আওতায় পড়ে না। শুধুমাত্র রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এই ছুটি, যা পশ্চিমবঙ্গ সরকার দিয়ে থাকে৷ তৃতীয় তালিকাটি সেকশানাল ছুটির দিন অর্থাৎ কোনও বিশেষ সম্প্রদায়ের জন্য ছুটি নিয়ে তৈরি। 

পাবলিক হলি ডের দিনগুলি হল, বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে ১২ জানুয়ারি, ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে, সরস্বতী পুজো উপলক্ষে ৫ ফেব্রুয়ারি ,১৮ মার্চ রয়েছে দোলযাত্রা, ১৪ এপ্রিল একসঙ্গে আম্বেদকর জয়ন্তী এবং মহাবীর জয়ন্তী, ১৫ এপ্রিল গুড ফ্রাইডে এবং বাংলার নববর্ষের ছুটি। এছাড়াও বোশ কয়েকটি পাবলিক হলি ডে রয়েছে৷ যেমন- ৩ মে ইদ-উল-ফিতর, রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে ৯ মে, ১৬ মে বুদ্ধ পূর্ণিমা, ৯ অগস্ট মহরম, স্বাধীনতা দিবসলক্ষে ১৫ অগস্ট, ৩-৫ অক্টোবর বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো, ২৪ অক্টোবর কালীপুজো, গুরু নানকের জন্মদিন উপলক্ষে ৮ নভেম্বর।

এরপরও বেশ পাবলিক হলি ডের দিন রবিবার পড়েছে৷ সেগুলি হল যথাক্রমে ২৩ জানুয়ারি নেতাজি জয়ন্তী, ১০ এপ্রিল হরিচাঁদ ঠাকুরের জন্মদিন, শ্রমিক দিবস উপলক্ষে পয়লা মে, ১০ জুলাই বখরি ঈদ, ২৫ সেপ্টেম্বর মহালয়া। আরও কয়েকটি পাবলিক হলি ডে রয়েছে, যেগুলো রবিবার পড়ায় নষ্ট হবে৷ যেমন- ২ অক্টোবর একসঙ্গে গান্ধী জয়ন্তী এবং দুর্গাপুজো সপ্তমী, ৯ অক্টোবর ফতেহা-দাওয়াজ-দাহাম এবং লক্ষ্মীপুজো, ছট পুজো উপলক্ষে ৩০ অক্টোবর, ২৫ ডিসেম্বর ক্রিসমাসের ছুটি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − 8 =