বদলিতে সমস্যা বাড়ছে, উৎসশ্রী পোর্টাল পুনরায় চালুর দাবি সংগঠনের

বদলিতে সমস্যা বাড়ছে, উৎসশ্রী পোর্টাল পুনরায় চালুর দাবি সংগঠনের

কলকাতা: শিক্ষকদের বদলিতে অনিয়ম রুখতে তৈরি করা হয়েছিল উৎসশ্রী পোর্টাল। কিন্তু সেই পোর্টালের মাধ্যমে শিক্ষকদের বদলির প্রক্রিয়া আপাতত স্থগিত রাখা হয়েছে। এই ইস্যুতে এবার রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিবাদে সরব হল ‘মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি (STEA)’। তারা এই পোর্টাল পুনরায় চালু করার দাবি জানিয়েছে। একই সঙ্গে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করার দাবিও তোলা হয়েছে। 

এই সংগঠনে তরফে অনিমেষ হালদার জানিয়েছেন,  উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে দীর্ঘদিন ধরে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ বন্ধ। অথচ চলমান নিয়োগ প্রক্রিয়ার দোহাই দিয়ে গত ছয় মাস ও আগামী ছয় মাস মিলিয়ে প্রায় ১ বছর বদলি প্রক্রিয়া স্থগিত রাখা হচ্ছে। এতে বহু দূরে চাকরিরত শিক্ষক-শিক্ষাকর্মীরা বাড়ির কাছে বদলি নিতে পারছে না। আর রাজ্যের বিদ্যালয়গুলিতে লক্ষ লক্ষ শূন্যপদ হয়েই আছে। তাই তারা দাবি করছেন যাতে উৎসশ্রী পোর্টাল পুনরায় চালু করা হয়। তাঁর কথায়, এর ফলে একদিকে যেমন অভিজ্ঞ শিক্ষকরা বাড়ির কাছে আসতে পারবেন, তেমনই নতুন চাকরিপ্রার্থীরা শূন্যপদে নিযুক্ত হওয়ার সুযোগ পাবেন।

p

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + twenty =