শীতের পথে কাঁটা বিছিয়ে ফের ঘনীভূত নিম্নচাপ, কবে জাঁকিয়ে পড়বে শীত?

শীতের পথে কাঁটা বিছিয়ে ফের ঘনীভূত নিম্নচাপ, কবে জাঁকিয়ে পড়বে শীত?

কলকাতা:  নভেম্বর প্রায় শেষ হতে চলল৷ কিন্ত এখনও জাঁকিয়ে পড়ল না শীত৷ সকালের দিকে কুয়াশার দাপট বাড়লেও শীতের দেখা নেই৷ সপ্তাহান্তে শীত পড়ার পূর্বাভাস থাকলেও দেখা মিলছে না৷ সপ্তাহের প্রথম দিন কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দেখা যাবে রোদ ঝলমলে আকাশ৷ যার জেরে বেলা বাড়তেই বাড়বে গরম। আর শীতের পথে ভিলেন সেই নিম্নচাপ৷

আরও পড়ুন- ‘মমতা এখন নেতা হতে চাইছেন,সোনিয়ার দিন শেষ’, খোঁচা দিলীপের

আগামী ২৪ ঘণ্টা কলকাতা ও সংলগ্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা  থাকবে ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস৷ সর্বনিম্ন  তাপমাত্রা  ১৭.৭ ডিগ্রি সেলসিয়াস৷ যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি  বেশি। এই তাপমাত্রা বৃদ্ধির নেপথ্যে রয়েছে নিম্নচাপ৷ বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের ফলে প্রবল ঝড়ের সম্ভাবনা তৈরি হয়েছে৷ বৃষ্টির  সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।  তবে আগামী ২৪ ঘণ্টা বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই৷ 

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী শীত আসতে এখনও দেরী রয়েছে৷ নিম্নচাপের জেরে বারবার অবরদ্ধ হয়েছে শীতের গতিপথ। তাপমাত্রার পারদ নিম্নমুখী হলেও তা স্বাভাবিকের তুলনায় বেশি৷ ফলে বঙ্গে জাঁকিয়ে বসতে পারছে না শীত৷ একের পর এক নিম্নচাপ শীতের পথে বাধা সৃষ্টি করছে৷ আরও একবার নিম্নচাপের  ভ্রূকুটি৷ নিম্নচাপের জেরে স্থলভাগে ঢুকে পড়বে প্রতুর পরিমাণে জলীয় বাষ্প৷ বাধা পাবে শীতষ জলীয় বাষ্প থাকায় ঢুকতে পারবে না  উত্তুরে হাওয়া৷ রাতে ঠাণ্ডা থাকলেও বেলা বাড়তেই বাড়ছে উষ্ণতা৷ তবে  নিম্নচাপ কাটার পর পরিষ্কার আকাশে শীতের দেখা মিলতে পারে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − five =