কলকাতা: সোমবার পিএসসি অফিসে ডেপুটেশন জমা দিল পিএসসি দুর্নীতি মুক্ত মঞ্চ। এদিন অফিসের সামনে প্ল্যাকার্ড, পোস্টার নিয়ে বিক্ষোভ দেখাতেও দেখা যায় তাদের। পোস্টারে একাধিক বার্তা লেখা ছিল। তাঁদের দাবি, ইডব্লিউএস চালু করতে হবে, ফুড এসআই প্রার্থীদের নিয়োগ দিতে হবে, এছাড়া ক্লার্কশিপ প্রার্থীদের নিয়োগ দ্রুত সম্পন্ন করতে হবে।
আরও পড়ুন- শীত কি চলতি মাসেই বিদায় নেবে? ইঙ্গিত যা বলছে
এদিকে আজ পিএসসি কর্তৃপক্ষ এই ডেপুটেশন জমা দেওয়ার পর জানিয়েছে, আইসিডিএস সুপারভাইজার প্রোমোশন, ক্লার্কশিপ MSP, স্কুল SI নন জয়েনিং আগামী সপ্তাহের মধ্যে প্রকাশ হবে। WBCS (Ex) 2023, মিসলেনিয়ার্স ও ফুড SI-এর নতুন নোটিফিকেশন ফেব্রুয়ারি বা মার্চ মাসে বেরনোর সম্ভাবনা আছে। অন্যদিকে, ক্লার্কশিপের ২০১৯ সালের নন জয়েনিং-এর জন্য পিএসসি প্রতি ডিপার্টমেন্টে চিঠি পাঠাবে। আইসিডিএস সুপারভাইজার এর নম্বর (সিলেক্টেড নন সিলেক্টেড) দ্রুত প্রকাশ করবে বলেও জানিয়েছে তারা। আর নন জয়েনিং থাকলে তার লিস্টও পরে দেওয়া হবে।
এখানেই শেষ নয়, EWS ও বয়সের ছাড়ের জন্য পিএসসি সরকারের কাছে আবেদন করেছে। জানান হয়েছে সরকার যা সিদ্ধান্ত দেবে সেটা হবে। এছাড়া আগামী কয়েক দিন পর ওয়ার্কস একাউন্ট সার্ভিসের পরীক্ষা নোটিশ দেবে ও WBCS(Ex) 2022 প্রিলির রেজাল্ট ২০ ফেব্রুয়ারির মধ্যে প্রকাশ করবে। মুক্ত মঞ্চের তরফে জানান হয়েছে, যদি কোনও প্রতিশ্রুতি পালন না হয়, তবে মার্চ মাসে আবার আন্দোলন হবে।
” style=”border: 0px; overflow: hidden”” title=”ত্রিপুরায় শেষবেলার ভোটের প্রচারে মমতা! Mamata Banerjee, Abhishek Banerjee on 2-day visit to Tripura” width=”560″>