বস্তিবাসী অসুস্থ বৃদ্ধার পাশে দেব, চিকিৎসার খরচ জোগালেন ঘাটালের সাংসদ

বস্তিবাসী অসুস্থ বৃদ্ধার পাশে দেব, চিকিৎসার খরচ জোগালেন ঘাটালের সাংসদ

কলকাতা: ফুটপাতবাসী বৃদ্ধার পাশে দাঁড়ালেন অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেব৷ অসুস্থ বৃদ্ধার চিকিৎসার খরচ দিলেন তিনি৷ তাঁর কথায়, অতিমারীর সময় সকলকে সকলের পাশে দাঁড়াতে হবে৷ 

আরও পড়ুন- আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিল্লি তলব কতটা আইন সম্মত?

করোনা পরিস্থিতিতে নাজেহাল গোটা দেশ৷ তারই মধ্যে হানা দিয়েছে ব্ল্যাক ফাঙ্গাস৷ একদিকে সংক্রমণ, অন্যদিকে আশঙ্কা৷ দুইয়ের সঙ্গে লড়তে লড়তে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে বহু মানুষের৷ এই কঠিন পরিস্থিতিতে এক অসহায় বৃদ্ধার পাশে দাঁড়ালেন ঘাটালের তৃণমূল সাংসদ দীপক অধিকারী তথা দেব৷ ওই বৃদ্ধার নাম আশা মল্লিক৷ বয়স ৭০ বছর৷ সল্টলেকের ফুটপাতই তাঁর ঠিকানা৷ সম্প্রতি অসুস্থ হয়ে পড়েন আশাদেবী৷ তাঁকে হাসপাতালে নিয়ে যান অরিজিৎ মুখোপাধ্যায় নামে ওই এলাকারই এক বাসিন্দা৷ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই বৃদ্ধার হৃদপিন্ডে স্টেন্ট বসানো হয়েছে৷ কোমরেও অস্ত্রোপচার হবে তাঁর৷ অরিজিৎ মুখোপাধ্যায় বলেন, ‘‘আশা দেবীর হৃদজিনত সমস্যা দেখা গিয়েছিল৷ চিকিৎসকরা বলেন অস্ত্রোপার প্রয়োজন৷ সেই সময় ফেসবুকে বিষয়টি তুলে ধরেছিলাম৷ এর পরেই দেবের ম্যানেজার ফোন করেন এবং বলেন, অস্ত্রোপচারে যা সাহায্য লাগে আমরা করব৷ আমরা তোমার পাশে আছি৷’’ 

দেব বলেন, ‘‘ওঁনার অপারেশন সফল হয়েছে৷ আমি বলব না যে আমি বড় কাজ করেছি৷ এমন একটা কঠিন সময়ে মানুষকেই মানুষের পাশে থাকতে হবে৷ যাঁদের দেওয়ার মতো কিছু আছে তাঁরা যেন সাহায্য করেন৷’’  গত বছর লকডাউনে আটকে পড়া বহু মানুষকে ঘরে ফিরিয়েছিলেন দেব৷ সম্প্রতি কোভিড আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে থাকা বহু মানুষের বাড়িতে খাবারও পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করেন সাংসদ দেব৷ এবার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন এক ফুটবাসী বৃদ্ধার দিকে৷   
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × five =