কলকাতা: আরজি কর কাণ্ডে উত্তাল গোটা দেশ৷ দিকে দিকে প্রশ্ন উঠেছে নারী সুরক্ষা নিয়ে৷ এই আবহে পথে নেমে নিজের মনের কথা জানালেন দেব৷ তাঁর কথায়, মেয়েদের বাঁচাতে না পারলে কন্যাশ্রী, রূপশ্রীর মতো নারীকেন্দ্রিক সরকারি প্রকল্পগুলির কোনও মানেই হয় না৷ (Dev on RG Kar Hospital case)
কেন্দ্রীয় সরকারের সর্বদল বৈঠকে ডাকা উচিত
বৃহস্পতিবার ঘাটাল সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ডায়ালিসিস-এর নতুন যন্ত্র উদ্বোধন করতে গিয়েছিলেন দেব৷ সেখান থেকে বেরিয়েই সংবাদিকদের মুখোমুখি হন। আরজি করের প্রসঙ্গ উঠতেই তিনি বলেন, এই ঘটনা নিন্দনীয়৷ ধর্ষণের মতো ঘটনা রুখতে অবিলম্বে কেন্দ্রীয় সরকারের সর্বদল বৈঠকে ডাকা উচিত বলেও মত দেবের৷ সেই সঙ্গে তিনি যে শান্তিপূর্ণ আন্দোলনের পক্ষে, সে কথাও স্পষ্ট করে দেন তৃণমূলের তারকা সাংদ৷
প্রতিবাদ হওয়াই স্বাভাবিক
দেব বলেন, ‘‘আরজি করের ঘটনা অত্যন্ত দুঃখজনক, নিন্দনীয়। প্রতিবাদ হওয়াই স্বাভাবিক। সাধারণ মানুষ আবেগ থেকে পথে নেমেছেন। আমাদের নিশ্চিত করতে হবে, আর কোনও মেয়ের নাম যেন তিলোত্তমা রাখতে না হয়। ধর্ষকরা এই জঘন্য অপরাধ করার আগে যেন ভয় পায়। এটা তো শুধু বাংলা বা অন্য কোনও রাজ্যের বিষয় নয়, এটা গোটা দেশের বিষয়। ‘কন্যাশ্রী’, ‘রূপশ্রী’ বা ‘বেটি বচাও বেটি পড়াও’-এর মতো প্রকল্পের কোনও মানেই হয় না, যদি দেশের মেয়েদের আমরা রক্ষা করতে না পারি।’’
আরও পড়ুন-
ঘটনার পরদিনই ক্রাইম সিনের পাশে ‘সংস্কারে’
টাকা দিতে চেয়েছিল পুলিশ, দাহ করতে চায়
লক্ষীর ভান্ডার-টাকা-ট্যাব বাতিল!
RG Kar : আগামীকাল সুপ্রিম কোর্টে শুনানি হচ্ছে
বামেদের মতোই কি হাল হচ্ছে তৃণমূলের?
Bengal: Dev, a prominent TMC MP, has strongly condemned the horrific RG Kar Hospital incident, calling for a nationwide discussion on women’s safety. He questions the efficacy of schemes like Kanyashree and Rupashree if women can’t be protected.