নিউ ব্যারাকপুরে গেঞ্জি কারখানায় বিধ্বংসী আগুন, অকুস্থলে ১৫টি ইঞ্জিন, আনা হল রোবট

নিউ ব্যারাকপুরে গেঞ্জি কারখানায় বিধ্বংসী আগুন, অকুস্থলে ১৫টি ইঞ্জিন, আনা হল রোবট

কলকাতা: নিউ ব্যারাকপুরের তালবান্দায় গেঞ্জি কারখানায় বিধ্বংসী আগুন৷ ৯ ঘণ্টা পরেও সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি লেলিহান শিখা৷ কারখানার ভিতরে ঢুকতে পারেনি দমকল কর্মীরা৷ চারদিক দিয়ে জল ছড়িয়েও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না৷ দমকলের তরফে আগুন নিয়ন্ত্রণে রোবট নিয়ে আসা হয়েছে৷ ঘটনাস্থলে রয়েছে দলকলের ১৫টি ইঞ্জিন৷ অকুস্থলে পৌঁছেছেন দমকলমন্ত্রী সুজিত বসু৷  

আরও পড়ুন- শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত যশ, বৃষ্টিতে ভাসছে কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ

একদিকে রোবট অন্যদিকে দমকলকর্মীরা ম্যানুয়ালি আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে৷ ভোর সাড়ে ৩টে নাগাদ আগুন লাগে৷ এর পরেই যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু হয়৷ কিন্তু এখনও আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি৷ দমকল কর্মীরা জানাচ্ছেন, সময়ের সঙ্গে সঙ্গে দোতলা এবং তিনতলার আগুনের তীব্রতা আরও বেড়ে চলেছে৷ তাই একতলার আগুন নিয়ন্ত্রণের জন্য জোড় কদমে চেষ্টা চালাচ্ছেন দমকল কর্মীরা৷ কার্যত লকডাউনের মধ্যে কারখানায় কাজ চলছিল৷ আগুনে কারখানার একাংশ পুড়ে গিয়েছে৷ গেঞ্জি কারখানা থেকে আগুন ছড়িয়ে পড়ে পাশের ওষুধের গুদামেও৷ রয়েছে রং-এর গুদামও এরই মধ্যে কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে৷ কারখানার ভিতরে রাখা সিলিন্ডারে বিস্ফোরণ হয়েছে বলে মনে করা হচ্ছে৷ তবে কী থেকে এই আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়৷  চারজন শ্রমিক কারখানার ভিতরে আটকে রয়েছেন বলে আশঙ্কা৷  স্যানিটাইজার মজুত থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে বলে মনে করা হচ্ছে৷ 
  

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 4 =