ধূপগুড়ি: ধূপগুড়ির উপ নির্বাচনে জমি ফিরে পেতে মরিয়া ছিল তৃণমূল৷ উপনির্বাচনের আগে নিজে গিয়ে প্রচার সেরেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু ট্রেন্ড যা, তাতে জমি ফিরে পাওয়ার লড়াইটা বেশ কঠিন৷ কারণ, প্রথম রাউন্ডের গণনা শেষে প্রায় দেড় হাজারের বেশি ভোটে এগিয়ে গেলেন বিজেপি প্রার্থী তাপসী রায়। ভোটের ফলে দেখে এখন থেকেই উচ্ছ্বাস বাড়তে শুরু করেছে গেরুয়া শিবিরে৷
উপনির্বাচনে অনেকটাই পিছিয়ে গিয়েছেন বাম জোট প্রার্থী ইশ্বরচন্দ্র রায়। তবে জয়ের বিষয়ে এখনই আশা ছাড়তে নারাজ তৃণমূল। শাসক দলের বক্তব্য, মোট ৯টি রাউন্ডে ভোট গণনা হবে । ফলে গণনা শেষ হওয়ার পর ফলাফল কী হয়, সেটাই দেখার৷
জলপাইগুড়ির উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে সকাল ৮ টা থেকেই শুরু হয়ে গিয়েছে গণনা পর্ব। জেলা প্রশাসনের দাবি, নিশ্ছিদ্র নিরাপত্তায় গণনার ব্যবস্থা করা হয়েছে৷ ভোট কেন্দ্রকে মুড়ে ফেলা হয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে৷ শুরুতে অবশ্য জানা যায়, পোস্টাল ব্যালটের গণনায় এগিয়ে ছিলেন তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়। তবে কমিশন সূত্রের খবর, পোস্টাল ব্যালটে বিজেপি প্রার্থী পেয়েছেন ৪১৮টি ভোট। সেখানে তৃণমূল প্রার্থীর ঝুলিতে এসেছে মাত্র ১৬০টি ভোট৷ বাম জোট প্রার্থীর প্রাপ্ত ভোট ১১৭টি।
জানা গিয়েছে, প্রথম রাউন্ড গণনা শেষে বিজেপি প্রার্থী তাপসী রায় এগিয়ে গিয়েছেন৷ তাঁর প্রাপ্ত ভোট ৮হাজার ৮৯২টি। অন্যদিকে তৃণমূল প্রার্থী পেয়েছেন ৭ হাজারের কিছু বেশি ভোট। প্রায় দেড় হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী। বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়ের আকস্মিক মৃত্যুর জেরেই ধূপগুড়িতে উপ নির্বাচন হয়৷