কলকাতা: পূর্ব মেদিনীপুরের ময়নায় বিজেপির বুথ সভাপতিকে খুন করার অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে বোমাবাজি হয় এলাকায়। আতঙ্ক ছড়িয়েছে। খুনের প্রতিবাদ এবং দোষীদের গ্রেফতারের দাবিতে মঙ্গলবার শুভেন্দুর নেতৃত্বে রাজ্য সড়ক অবরোধে বসেছেন বিজেপি কর্মীরা। এই আবহে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি দিলেন সাংসদ দিব্যেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, রাজ্যের আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে। এই অবস্থায় তিনি রাজ্যপালের হস্তক্ষেপ চাইছেন।
ময়নার ঘটনায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে দিয়ে তদন্ত করানোর পক্ষে সওয়াল তুলেছেন রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। এদিকে তাঁর ভাই আইন-শৃঙ্খলা ইস্যুতে রাজ্যপালকে চিঠি লিখেছেন। দুই মিলিয়ে চরম অস্বস্তিতে পড়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। কিন্তু চিঠিতে ঠিক কী লিখেছেন দিব্যেন্দু? জানা গিয়েছে, চিঠিতে তিনি লিখেছেন, তাঁর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ময়না, নন্দীগ্রাম, খেজুরি, পটাশপুরের মতো এলাকা ছাড়াও কাঁথিতেও আইনশৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে। তাই তিনি রাজ্যপালের হস্তক্ষেপ চাইছেন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য।
” style=”border: 0px; overflow: hidden”” title=”জৈষ্ঠে ৪৫ পেরোবে তাপমাত্রা! Extreme heat condition to return in May” width=”560″>
ঘটনার মূল অভিযোগ, ময়না বিধানসভার বাকচা অঞ্চলের বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইয়াকে অপহরণ করে নৃশংসভাবে খুন করা হয়েছে। এদিকে অন্য এক বিজেপি কর্মীকেও অপহরণ করা হয়েছে বলে দাবি, যার খোঁজ মেলেনি এখনও। ইতিমধ্যেই ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দার নেতৃত্বে থানার সামনে বিক্ষোভ দেখান কর্মী, সমর্থকরা। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, বিজেপি নেতাকে তাঁর স্ত্রীর সামনে মারধর করা হয় এবং তারপর তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়। গভীর রাতে বাড়ির এলাকা থেকে কিছুটা দূরে তাঁর দেহ উদ্ধার করে দলের কর্মীরা।