মর্নিং ওয়াকে গিয়ে যা খুশি বলি না! নিজের দলের নেতাকেই কি খোঁচা শুভেন্দুর

মর্নিং ওয়াকে গিয়ে যা খুশি বলি না! নিজের দলের নেতাকেই কি খোঁচা শুভেন্দুর

কলকাতা: সপ্তাহের প্রথম দিনেই কলকাতার হাজরা মোড়ে ‘প্রতিবাদ সভা’ করল বিজেপি। এই সভার অন্যতম প্রধান বক্তা ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সভামঞ্চ থেকে তিনি তো নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে রাজ্যের সরকারকে আক্রমণ করেইছেন। কিন্তু কথায় কথায় কি নিজের দলের নেতাকেও খোঁচা দিলেন তিনি? শুভেন্দুর একটি মন্তব্যে কিন্তু প্রশ্ন উঠেই গেল। তাঁর কথা শুনে রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের অভিমত, দলীয় সাংসদ দিলীপ ঘোষকে খোঁচা দিয়েছেন তিনি! কিন্তু কী এমন বললেন শুভেন্দু?

আরও পড়ুন- মেডিক্যাল কলেজে গেলেন চন্দ্রিমা, দিন না বললেও ছাত্র নির্বাচন নিয়ে বড় আশ্বাস

এদিন নিজের বক্তব্য রাখতে গিয়ে বিজেপি বিধায়ক বলেছেন, তিনি মর্নিং ওয়াকে গিয়ে যা খুশি বলেন না। ভেবে চিন্তে কথা বলেন, গিমিকে বিশ্বাস করেন না। যা বলেন তা করেও দেখান। শুভেন্দুর এই মন্তব্য নিয়েই এখন চর্চা চলছে। কারণ, সকলের জানা, প্রায় দিনই ইকো পার্কে প্রাতর্ভ্রমণে বেরিয়ে সাংবাদ মাধ্যমের মুখোমুখি হন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। সেখান থেকেই তিনি নানা ইস্যুতে মন্তব্য করেন। রাজ্য হোক কিংবা কোনও দলীয় ইস্যুতে, সবেতেই তাঁর মন্তব্য থাকে। এখন বিশ্লেষকদের একাংশের দাবি, তাঁকে নিয়েই এই মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। আসলে তাঁর ‘ডিসেম্বর’ ইস্যু নিয়ে সোমবারই দিল্লিতে দিলীপ ঘোষ প্রতিক্রিয়া দেন। তারই পাল্টা হয়তো হাজরার সভা থেকে দিলেন বিরোধী দলনেতা।

এছাড়াও এদিনের সভা থেকে রাজ্যের সরকার এবং পুলিশকে একহাত নেন শুভেন্দু অধিকারী। তিনি জানান, চোর, দুর্নীতিবাজ, জেহাদিদের নিয়ে সরকার গঠন করার চিন্তা তারা করেন না। আগামী জানুয়ারির মধ্যে ধেড়ে বড় ডাকাত থেকে ধেড়ে ইঁদুর ধরা পড়বে এবং তারা সকলে জেলে যাবেই। শুভেন্দুর বক্তব্য, এটাই একমাত্র রাজ্য যেখানে পুলিশ একটা পার্টির ক্যাডার। তৃণমূলের সভামঞ্চে পুলিশকে উর্দি পরে দেখা যাচ্ছে। তাহলে এই পুলিশ দিয়ে পঞ্চায়েত ভোট কী ভাবে হবে, তা জানতেই চেয়েছেন শুভেন্দু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + 1 =