কলকাতা: শুভেন্দু অধিকারী নিজের গড়ে হেরেছেন। সেখানে তৃণমূল কংগ্রেস নতুন ভাবে উদ্ভব ঘটিয়েছে নিজেদের। একইভাবে দিলীপ ঘোষও ব্যর্থ হলেন। তিনি নিজের গড় বাঁচাতে পারলেন না। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃণমূল মেদিনীপুর পূরসভার বোর্ড দখল করতে চলেছে। মোট ১৯ টি আসন সেখানে জিতেছে তৃণমূল কংগ্রেস। বাকিগুলির মধ্যে তিনটি বাম, একটি নির্দল ও একটি কংগ্রেসের দখলে গিয়েছে। এর ফলে পুরোপুরি বিজেপি শূন্য মেদিনীপুর পূরসভা।
আরও পড়ুন- তৃণমূলে ফিরেই প্রথম জয়, কাঁচড়াপাড়ায় জয়ী মুকুল-পুত্র শুভ্রাংশু
এদিকে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের গড় বলে পরিচিত বালুরঘাটেও ধস বিজেপিতে। ২৫টি ওয়ার্ডের মধ্যে ২৩টি ওয়ার্ডই তৃণমূল কংগ্রেসের দখলে৷ দুটিতে জয়ী হয়েছে বামেরা৷ ২০১৯ সালের লোকসভা ভোটে উত্তরবঙ্গে গেরুয়া ঝড় উঠেছিল৷ ২০২১ সালের বিধানসভা ভোটেও বিজেপি কিছুটা জমি ধরে রেখেছিল বিজেপি৷ কিন্তু পুরোভোটে নামল ধস৷ অন্যদিকে, বিধানসভা ভোটের পর তৃণমূল কংগ্রেসের পায়ের তলার মাটি আরও কিছুটা শক্ত হল৷
অন্যদিকে পাঁচটি পুরসভার প্রায় ৯৩টি ওয়ার্ডের মধ্যে ৯২টি তৃণমূল কংগ্রেস নিজের দখলে নিয়ে নিয়েছে! বীরভূমে কার্যত সবুজ সুনামি হয়েছে পুরভোটে। অনুব্রত মণ্ডলের বীরভূমে তৃণমূল একতরফা জয় পেয়েছে তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। এখানে দাগ কাটতে পারেনি বিজেপি। একটি ওয়ার্ডও তাদের দখলে যায়নি। বরং একটি ওয়ার্ড বামফ্রন্ট জিতে ব্যতিক্রমী ফল দিয়েছে।