সিঁদুর লাগিয়ে হিন্দুদের বোকা বানিয়েছিলেন নুসরত, বিস্ফোরক দিলীপ

সিঁদুর লাগিয়ে হিন্দুদের বোকা বানিয়েছিলেন নুসরত, বিস্ফোরক দিলীপ

কলকাতা:  তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহানের বিবাহ বিতর্কে সরগরম রাজ্য রাজনীতি৷ এবার নুসরত ও নিখিল জৈনের সম্পর্ক নিয়ে মুখ খুললেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ নুসরতকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তিনি৷ বৃহস্পতিবার বসিরহাটে দলের সাংগঠনিক সভা থেকে বোমা ফাটিয়ে দিলীপ ঘোষ বলেন, ভোটের আগে সিঁদুর পরে হিন্দুদের বোকা বানিয়েছেন নুসরত জাহান৷ 

আরও পড়ুন-  ‘তুরস্কে বিয়ের পর স্বামী-স্ত্রীর পরিচয়েই একসঙ্গে ছিলাম’ পাল্টা বিবৃতি নিখিলের

এদিন দিলীপ ঘোষ বলেন, ‘‘বসিরহাটের তৃণমূল সাংসদের দাবি তিনি নাকি নিখিল জৈনকে বিয়ে করেননি৷ আপনারা তাঁকে সাংসদ করেছেন৷ এবার আপনারাই ঠিক করুন তিনি বিয়ে করেছেন কিনা, কাকে করেছেন, কবে করেছেন৷ উনি যে ছেলের মা হতে চলেছেন, তা নিয়েও প্রশ্ন আছে৷’’ দিলীপ ঘোষ আরও বলেন, ‘‘নুসরত জাহানকে আড়াই লক্ষ ভোটে জিতেয়েছে মানুষ৷ তিনি বিয়ে না করে শুধু সিঁদুর লাগিয়ে হিন্দুদের বোকা বানিয়ে তাঁদের ভোট নিয়েছেন৷ এটা অত্যন্ত লজ্জার বিষয়৷ আমার মনে হয় ভোটের জন্যই উনি বিয়ে করেছিলেন৷ ভোট মিটে গিয়েছে, সত্য কথাটাও বেরিয়ে এসেছে৷’’

এদিকে নুসরত জাহানের বিবাহ বিতর্ক থেকে নিজেদের দূরে সরিয়ে রেখেছে তৃণমূল কংগ্রেস৷ বিষয়টি তাঁর ব্যক্তিগত বলেই দায় সেরেছে রাজ্য সম্পাদক কুণাল ঘোষ৷ তবে নুসরত ইস্যুতে ময়দানে নেমেছে বিজেপি৷  লোকসভায় তাঁর শপথগ্রহণের ভিডিয়ো তুলে ধরে আক্রমণ শানিয়েছেন বিজেপি’র আইটি সেলের প্রধান অমিত মালব্য৷ শপথ নেওয়ার সময় বসিরহাটের সাংসদ নিজের পরিচয় দিতে গিয়ে বলেছিলেন, ‘আমি নুসরত জাহান রুহি জৈন৷’’ আর ঠিক এই অংশটি তুলে ধরেই তির ছুঁড়েছেন তিনি৷ টুইট করে মালব্য বলেন,  ‘তৃণমূল সাংসদ নুসরত জাহানের ব্যক্তিগত জীবনে কী হচ্ছে, তিনি কাকে বিয়ে করেছেন, কার সঙ্গে লিভ ইন করছেন, তা নিয়ে আমাদের মাথাব্যথা নেই৷ কিন্তু তিনি একজন নির্বাচিত জনপ্রতিনিধি৷ এবং সংসদে রেকর্ড অনুযায়ী উনি নিখিল জৈনকে বিয়ে করেছেন৷ তবে কি লোকসভায় দাঁড়িয়ে অসত্য কথা বলেছিলেন?’’     

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × one =