কলকাতা: অবশেষে সমস্ত জল্পনার অবসান। আগামী ১৮ জুলাই দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় আমন্ত্রণ পেলেন প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি। সোমবার তাঁর হাতে পৌঁছেছে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র। আর এতেই বঙ্গ রাজনীতির অলিন্দে শুরু হয়েছে নতুন জল্পনা, তবে কি শমীক ভট্টাচার্যের নেতৃত্বে পুরনো নেতাদের ফের গুরুত্ব দিতে চাইছে বিজেপি?
ইঙ্গিত মিলেছিল আগেই
দুর্গাপুরের সভায় দিলীপের উপস্থিতির ইঙ্গিত আগেই মিলেছিল। রাজ্য বিজেপির নতুন সভাপতি শমীক ভট্টাচার্য জানিয়েছিলেন, পুরনো ও অভিজ্ঞ নেতাদের যথাযথ মর্যাদা দেওয়া হবে। কথার প্রমাণ মিলল কাজে৷ সভায় দিলীপ ঘোষকে আনুষ্ঠানিক আমন্ত্রণ। সূত্রের খবর, ১৭ তারিখ রাতেই দুর্গাপুর পৌঁছবেন তিনি।
এই আমন্ত্রণ নিছক সৌজন্য নয়, বরং রাজনৈতিক বার্তা বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। কারণ এক সময় দিঘায় রাজ্য সরকারের আমন্ত্রণে সস্ত্রীক গিয়ে শিবিরের একাংশের চক্ষুশূল হয়েছিলেন দিলীপ। একের পর এক দলীয় কর্মসূচিতে অনুপস্থিত থাকায় বাড়ছিল জল্পনা৷ প্রশ্ন উঠেছিল তাঁর সঙ্গে কি বিজেপির দূরত্ব তৈরি হয়েছে?
তৃণমূলে যোগ নিএ কানাঘুষো Dilip Ghosh Durgapur rally
তৃণমূলে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়েও উঠেছিল কানাঘুষো। বারবার প্রশ্ন করা হলেও দিলীপ কৌশলে উত্তর এড়িয়ে গিয়েছেন, কখনও বলেছেন, “জলও নেই, পোনাও নেই”, যা রাজনীতির নয়া ধাঁধায় পরিণত হয়েছিল।
তবে শমীক ভট্টাচার্যের সভাপতি হওয়ার পর ছবিটা বদলাতে শুরু করে। প্রাক্তন সভাপতির প্রশংসা করেন দিলীপ, পরে গিয়ে দেখা করেন তাঁর সঙ্গে সল্টলেকের দলীয় কার্যালয়ে। তখন থেকেই গুঞ্জন, দিলীপ কি ফিরছেন মূলধারায়?
মোদীর সভায় আমন্ত্রণ
দিলীপ ঘোষ শেষ লোকসভা ভোটে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্র থেকে দাঁড়িয়েছিলেন, দলের নির্দেশে। হারলেও ভোটের আগেই সেখানে তাঁর মনঃক্ষুণ্ণতা ছিল প্রকাশ্য। সেই দুর্গাপুরেই এবার মোদীর সভায় আমন্ত্রণ, তা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।
প্রশ্ন একটাই, এই সভা কি শুধু পুরনো সৌজন্যের দায় মেটানো, নাকি শমীক জমানায় দিলীপ ঘোষের জন্য খোলা হচ্ছে নতুন ভূমিকার দরজা?
Bengal: Former Bengal BJP chief Dilip Ghosh is invited to PM Modi’s Durgapur rally on July 18, ending speculation about his political future. This move under new president Samik Bhattacharya signals BJP’s intent to re-engage veteran leaders. Is he back in the mainstream?










