ব্রেকিং: পদ খোয়ালেন দিলীপ ঘোষ, নতুন সভাপতির নাম ঘোষণা

ব্রেকিং: পদ খোয়ালেন দিলীপ ঘোষ, নতুন সভাপতির নাম ঘোষণা

dilip

 

কলকাতা: জল্পনা ছিল৷ এবার সমস্ত জল্পনা সত্যি করে পদ খোয়ালেন দিলীপ ঘোষ৷ সভাপতি পদ থেকে অপসারিত দিলীপ ঘোষ। বঙ্গ বিজেপির সভাপতির নাম ঘোষণা জেপি নাড্ডার।

বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বিবৃতি দিয়ে জানিয়েন, পশ্চিমবঙ্গে নতুন সভাপতি হচ্ছেন বালুর ঘাটের সাংসদ সুকান্ত মজুমদার৷ বঙ্গ বিজেপির নতুন সভাপতি পদে দায়িত্ব নিলেন আরএসএস ঘনিষ্ঠ সুকান্ত মজুমদার৷ বর্তমানে তিনি বালুরঘাটের সাংসদ৷ রাজনীতিতে নতুন হলেও সুকান্ত মজুমদার আরএসএসের হয়ে সাংগঠিক গুরুদায়িত্ব সামলেছেন৷

রাজ্য বিজেপির সভাপতি পদ থেকে দিলীপ ঘোষকে সরানো হলেও দেওয়া হয়েছে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ পদ৷ সর্বভারতীয় সহ-সভাপতি পদ দেওয়া হয়েছে দিলীপ ঘোষকে৷ রাজ্য সভাপতি পদে আগামী ডিসেম্বর পর্যন্ত থাকার কথা ছিল দিলীপের৷ কিন্তু, ৩ মাস আগেই দিলীপকে অপসারিত করেন নাড্ডা৷ তবে, পদ খোয়ালেও দলে নিজের গোষ্ঠীর প্রভাব অটুট রাখতে পারবেন দিলীপ ঘোষ৷ পর্যবেক্ষক মহলের মতে, দিলীপ ঘোষ, নতুন সভাপতি সুকান্ত মজুমদারের ঘনিষ্ঠ৷ ফলে, দলে তাঁর প্রভাব একই থাকতে পারে বলে মনে করা হচ্ছে৷ ইতিমধ্যেই, নতুন সভাপতিকে স্বাগত জানিয়েছেন দিলীপ ঘোষ৷ টুইটে প্রতিক্রিয়া দিয়েছেন তিনি৷

এর আগে মাত্র ৬ মাসের রাজনীতিতে এসে রাজ্য বিজেপির সভাপতি পদ পেয়েছিলেন দিলীপ ঘোষ৷ পরপর দু’টি মেয়াদ কাটিয়ে আপাতত সর্বভারতীয় সহ-সভাপতি পদে যেতে হচ্ছে দিলীপকে৷ এই পর্বে বহু বিতর্ক, সাফল্য, ব্যর্থতার মধ্যে দিয়ে গিয়েছে দিলীপের সভাপতি পদের দৌড়৷ এবার সুকান্ত মজুমদার নেতৃত্ব দেখার অপেক্ষায় নিচুতলার কর্মীরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − 4 =